শিরোনাম
◈ বাড়ল ভোজ্যতেলের দাম, সোমবার থেকেই কার্যকর ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন চার্জে দিয়ে হেডফোন লাগিয়ে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আবদুল ওহাব: বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় রাকিব আহমেদ (২২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
শনিবার ২৬ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাকিব কলোনী এলাকার চিটাগাং নূর হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানূরের ছোট ছেলে এবং ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।

পরিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত সাড়ে আটটার দিকে তাকে ডাক দিতে গেলে কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়ে পরে। এরপর দরজা ভেঙ্গে দেখতে পাওয়া যায় রাকিব বিদ্যুতায়িত হয়ে পরে আছে। ওই অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের বড় ভাই রাব্বি জানান, রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল এবং মোবাইল চার্জে দেয়া ছিল। সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে তাকে বিদ্যুতায়িত দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক জানান রাকিব মারা গেছে। পরে তার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে। নিহত রকিবের বাবা শাহানুর চিকিৎসাজনিত কারনে বগুড়ার বাইরে রয়েছে।

এ বিষয়ে ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হয়। তবে তাকে ফোনে না পাওয়ায় বিস্তারিত জানা যায়নি। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়