সুনামগঞ্জ প্রতিনিধি : [২] শনিবার সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে সিলেট থেকে দিরাইগামী একটি বাসে চালক ও হেলপার এ ঘৃণ্য অপচেষ্টা চালায়। ব্যর্থ হয়ে পালিয়ে যায় দুইজনেই।
[৩] গ্রামবাসী রাস্তায় পড়ে থাকা আহত তরুণীকে দিরাই হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
[৪] ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা থানা পয়েন্টে সড়ক অবরোধ করে। পুলিশের আশ্বাসে কিছুক্ষন পর অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
[৫] দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ওই তরুণী লামাকাজী থেকে দিরাই যাচ্ছিলেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান, সালেহ্ বিপ্লব