শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী আনসার কর্তকর্তাসহ ৪ জনের অস্বাভাবীক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পৃথক ঘটনায় একজন নারী আনসার কর্মকর্তাসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দিয়ে, ট্রেনে কাটা পড়ে, বিদ্যুতস্পৃষ্ট ও ভবন থেকে পড়ে ঘটনাগুলো ঘটে। শুক্রবার রাত থেকে শনিবার পৃথক সময়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গলায় ফাঁষ দিয়ে ৩৭তম বিসিএস আনসার কর্মকর্তা রোমানা ইয়াসমিন (৩০) আত্মহত্যা করেন। আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসা থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সাড়ে ১১টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ওসি একএম আশরাফ জানান, অবিবাহিত ওই নারী কর্মকর্তার তার খালাতো বোন নুসরাত ইয়াসমিনকে সাথে সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। শুক্রবার বিকেলে নুসরাত বাসার বাইরে যায়। এসময় রোমানা একাই বাসায় ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে নুসরাত বাসায় ফিরে দীর্ঘ সময় ডাকাডাকি করেও রোমানার কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে প্রতিবেশিদের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসকরা মৃত বলে জানান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু : শনিবার সকাল ১০ টায় মগবাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরনে প্যান্ট, গেঞ্জি ও পুরাতন সোয়েটার ছিলো।

রেলওয়ে (কমলাপুর) থানার এসআই রফিকুল ইসলাম জানান, মগবাজার রেল ক্রসিং বটতলা এলাকায় রেল লাইন ধরে হাটার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। পরে পথচারীরা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমীকের মৃত্যু : শনিবার বিকেলে মধ্য বাড্ডা আলাতুন্নেসা স্কুল রোড এলাকায় একটি সাততলা ভবনের পিলারের ঢালাইয়ে কাজ করার সময় লিফটের ফাঁকা স্থান দিয়ে পড়ে জাকির হাওলাদার (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকির বরিশাল সদরের রাম কাঠি গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারির মৃত্যু : শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে যাত্রাবাড়ীর ভাই ভাই সুপার মার্কেটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম(২৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জান্নাত আলী জানান, নিহত রবিউল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি দোকানের (সান কর্মচারীর) ছুরি, কেচি, ধার দেওয়ার কাজ করেন। রূপগঞ্জে তার দোকান বন্ধ থাকায় যাত্রাবাড়ীতে ভাই ভাই সুপার মার্কেটের ভেতরে বাদল সান ঘর নামক একটি দোকানে কেচি সানের কাজ করার সময় অসাবধানতাব মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রবিউল নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ মানু মিয়ার ছেলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়