শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনু মুহাম্মদ: করোনাকালে প্রশাসনের চোখ এখন ঠিকাদার আর কমিশনভোগীর চোখ

আনু মুহাম্মদ: পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে এই করোনাকালে ছয় ধরনের অপরাধ বেড়েছে। এর মধ্যে আছে ধর্ষণ, চাঁদাবাজী, ত্রাস, ছিনতাই, দখল, চুরি। একটা অপরাধের খবর এখানে নেই সেটা হলো উন্নয়ন নামে ডাকাতি আর ধ্বংসযজ্ঞ। এমনিতেই দেশে তো আর উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো জবাবদিহির কিছু নেই, যতো খুশি ব্যয়, যা খুশি ভাঙা, যা কিছু করায় কোনো বাধা নেই। করোনাকালের সুযোগে এই তৎপরতা আরও বেড়েছে। চোর বাটপাররা সবসময়ই সুযোগ সন্ধানে থাকে। করোনায় যখন মানুষ বিপর্যস্ত, যখন শারীরিকভাবে তাদের বিচ্ছিন্ন থাকতে হচ্ছে তখন তাদের লোভ আরও লকলক করে বাড়ছে। ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম নিয়ে চলছে কারসাজি, পাহাড় কাটা, নদী দখল, নদী, বন বিনাশের প্রকল্প, রাষ্ট্রীয় অর্থবরাদ্দে ভাগ বাটোয়ারা, ব্যাংকলুট কোনোকিছুই থেমে নেই। এই ধারায় যোগ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও।

করোনাকালে এই বিষয়ক গবেষণা, সনাক্তকরণ ইত্যাদিতে কোনো ভূমিকা পালনের উদ্যোগ নেই, গ্রন্থাগার বা স্বাস্থ্যকেন্দ্র উন্নীতকরণেও কোনো উদ্যোগ নেই, কিন্তু স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির কাজে তাদের উৎসাহে কমতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইটের জঙ্গল বানানোর কাজ চলছে, সর্বশেষ টিএসসি ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের প্রকল্প। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষক শিক্ষার্থীরা যখন অনুপস্থিত তখন উন্নয়নের নামে দুর্নীতি অনিয়মে ভরা পরিবেশ বিধ্বংসী নির্মাণ কাজ জোরদারভাবে চালাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রায় একই অবস্থা। এসব প্রশাসনের চোখ এখন ঠিকাদার আর কমিশনভোগীর চোখ। বিশ্ববিদ্যালয়গুলোতে এসব কাজ অবাধে করার উপযোগী ব্যক্তিদেরই বসানো আছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি আর অপকর্মের অভিযোগ সামাল দেওয়ার জন্য সরকার নিজেই ব্যতিব্যস্ত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়