আশিক এলাহী: জাতীয় মৎস্য পুরষ্কার প্রাপ্ত চট্টগ্রামের আলোচিত কৃষি উদ্যোক্তা, বিলুপ্ত প্রজাতির গয়াল খামারি এরশাদ মাহমুদ'কে পরিবর্তনের নায়ক উপাধিতে ভূষিত করছেন বাংলাদেশের জনপ্রিয় অন্যতম চ্যানেল আই পরিবার।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে “চ্যানেল আই” কৃষি ক্ষেত্রে অনন্য অবধানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে বলে জানায়।
এরশাদ মাহমুদ তথ্যমন্ত্রীর ড. হাছান মাহমুদ এমপি'র ছোট ভাই। এরশাদ মাহমুদ দীর্ঘদিন ধরে গ্রামীণ জনগণকে জন-সম্পত্তিতে রুপ দিতে কৃষি ও গয়াল খামারি করে কর্মসংস্থান গড়ে তুলেন। তার পূর্বে উপজেলা ও জাতীয় পুরস্কারের খ্যাতি অর্জন করেছেন তিনি।
জানতে চাইলে তিনি বলেন, আমার পারিবারিক প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশন যেভাবে রাঙ্গুনিয়ার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আমিও পিছিয়ে পড়া কৃষি, গরু ও গয়াল খামারি করে রাঙ্গুনিয়া তথা বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই।