শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ব্লক কারখানায় মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় একটি ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে মো. দেলোয়ার হোসেন শুভ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে ডেমরার রানীমহল সংলগ্ন ‘পসিবল কঙ্ক্রিট ইন্ডাষ্ট্রী’ নামের সরকারী অনুমোদনহীন কারখানায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শ্রমিকের দু’টি পা ভেঙ্গে যায়। নিহত শুভ ডেমরার সারুলিয়া রানীমহল এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

[৩] ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, বৃহস্পতিবার সকালে কারখানায় ঢালাই মিক্সার মেশিনে কাঁচামাল ওঠানোর বক্সে নতুনভাবে তার পরিবর্তন করছিলেন শুভ। এ সময় অসাননবধানতাবশত পা পিছলে মিক্সার মেশিনের পাখায় (কোদাল) জড়িয়ে যান তিনি। ওই পাখাগুলোতে বেয়ারিং থাকায় দ্রুত শুভর দু’টি পা প্যাঁচিয়ে পর্যায়ক্রমে ভেঙ্গে যায়। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের স্পেডার মেশিন ও কাটার লক দিয়ে মিক্সার মেশিনের চারপাশ, লোহার ফ্রেম ও ছাউনি কেটে শুভকে বের করা হয়।

[৪] কারখানাটির সরকারি অনুমোদনের বিষয়ে ওসমান গনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের ছারপত্রসহ সংশ্লিষ্ট সরকারি কোন অনুমতি পত্র দেখাতে পারেনি।

[৫] এদিকে এ ঘটনায় কারখার মালিকে মো. ফকরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। তবে ওই কারখানার নতুন ম্যানেজার মো. জিল্লুর রহমান ঘটনাস্থলে বলেন, কারখানার সরকারি অনুমোদনের বিষয়ে বা কোন অনুমতিপত্র আছে কিনা তার জানা নেই।

[৬] এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়