শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ব্লক কারখানায় মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় একটি ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে মো. দেলোয়ার হোসেন শুভ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে ডেমরার রানীমহল সংলগ্ন ‘পসিবল কঙ্ক্রিট ইন্ডাষ্ট্রী’ নামের সরকারী অনুমোদনহীন কারখানায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শ্রমিকের দু’টি পা ভেঙ্গে যায়। নিহত শুভ ডেমরার সারুলিয়া রানীমহল এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

[৩] ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, বৃহস্পতিবার সকালে কারখানায় ঢালাই মিক্সার মেশিনে কাঁচামাল ওঠানোর বক্সে নতুনভাবে তার পরিবর্তন করছিলেন শুভ। এ সময় অসাননবধানতাবশত পা পিছলে মিক্সার মেশিনের পাখায় (কোদাল) জড়িয়ে যান তিনি। ওই পাখাগুলোতে বেয়ারিং থাকায় দ্রুত শুভর দু’টি পা প্যাঁচিয়ে পর্যায়ক্রমে ভেঙ্গে যায়। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের স্পেডার মেশিন ও কাটার লক দিয়ে মিক্সার মেশিনের চারপাশ, লোহার ফ্রেম ও ছাউনি কেটে শুভকে বের করা হয়।

[৪] কারখানাটির সরকারি অনুমোদনের বিষয়ে ওসমান গনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের ছারপত্রসহ সংশ্লিষ্ট সরকারি কোন অনুমতি পত্র দেখাতে পারেনি।

[৫] এদিকে এ ঘটনায় কারখার মালিকে মো. ফকরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। তবে ওই কারখানার নতুন ম্যানেজার মো. জিল্লুর রহমান ঘটনাস্থলে বলেন, কারখানার সরকারি অনুমোদনের বিষয়ে বা কোন অনুমতিপত্র আছে কিনা তার জানা নেই।

[৬] এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়