শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রানাডাকে হারিয়ে অবস্থান মজবুত করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: [২] চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জয় পেলেও শীর্ষস্থানটি এককভাবে দখল করতে পারেনি। স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে তারা। ফলে দুই ম্যাচ বেশি খেলে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। বুধবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে একটি করে গোল করেছেন ক্যাসিমেরো ও করিম বেনজামা।

[৩] প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে নিজেদের মাঠে গতি বাড়ায় রিয়াল। কিন্তু জালের দেখা পাচ্ছিল না।

[৪] অবশেষে ৫৭ মিনিটে মেলে গোলের দেখা। বামদিক থেকে অ্যাসেনসিওর ক্রসে অনেকটা হেড দিয়ে গোল তুলে নেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসিমেরো। যোগ করা সময় বক্সের বাইরে থেকে চমৎকার শটে লস ব্লাঙ্কোসদের হয়ে দ্বিতীয় গোলটি তুলেন বেনজেমা। চলতি আসরের দশম জয় নিশ্চিত হলো মাদ্রিদের দলটি।

[৫] দিনের অপর ম্যাচে এইবারের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলাভেস। আরেক ম্যাচে কাদিজকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিস। ১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রিয়াল। ১৩ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৫ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা। - মার্কা / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়