শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুর জেলা প‌রিষদে বীর মু‌ক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিজান লিটন: [২] জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্ম শতবা‌র্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর জেলা প‌রিষদের আয়োজনে বীর মু‌ক্তিযোদ্ধা‌দের সংবর্ধণা প্রদান করা হ‌য়ে‌ছে।

[৩] বুধবার (২৩ ডি‌সেম্বর) সকাল ১১টায় সংবর্ধণা অনুষ্ঠা‌নে জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ‌মিজানুর রহমানের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও সা‌বেক মেয়র মোঃ না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ।

[৪] তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধুর নেতৃ‌ত্বে আমরা স্বাধীন দেশ, ভুখন্ড, মান‌চিত্র ও সং‌বিধান পে‌য়ে‌ছি। বঙ্গবন্ধু মাত্র সা‌ড়ে তিন বছ‌রে যুদ্ধ‌বিদ্ধস্থ এক‌টি দেশ‌কে পুনগ‌ঠিত ক‌রে‌ছে। ভাস্কর্য ও মু‌র্তি এক নয়। আজ স্বাধীনতা বি‌রোধীরা বঙ্গবন্ধুর ভাষ্ক‌র্যে হাত দি‌য়ে‌ছে। তারা জা‌তির শ্রেষ্ঠ সন্তান‌কে অপমান ক‌রে‌ছে তা‌দের প্রতিহত কর‌তে হবে।

[৫] প্রধান বক্তা হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী।

[৬] স্বাগত বক্ত‌ব্যে রা‌খেন জেলা প‌রিষ‌দের ‌চেয়ারম‌্যান আলহাজ্ব ওচমান গ‌ণি পাটওয়ারী।

[৭] স্মৃ‌তিচারণ ক‌রেন বীর বিক্রম আব্দুস সালাম, বীর প্রতীক শাহাজাহান মিয়া, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মু‌ক্তি‌যোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, শহীদ সালাউ‌দ্দিন বীর বিক্রমের স্ত্রী সালমা আহ‌মেদ।

[৮] অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ‌্যাড‌ভোকেট জ‌হিরুল ইসলাম, বীর মু‌ক্তি‌যোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর, মতলব উত্তর উপ‌জেলা চেয়ারম‌্যান এম এ কুদ্দুস, ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান মঞ্জুর আহ‌মেদ মঞ্জু।

[৯] প‌বিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, মহান মু‌ক্তিযু‌দ্ধে শহীদের আত্মার প্রতি সস্মান জা‌নি‌য়ে নিরবতা পালন এবং জাতীয় সংগীত প‌রি‌বে‌শনের মধ‌্যদি‌য়ে অনুষ্ঠা‌নের শুরু হয়।অনুষ্ঠা‌নে শোক প্রস্তাব পাঠ ক‌রেন জেলা প‌রিষ‌দের ‌চেয়ারম‌্যান আলহাজ্ব ওচমান গ‌ণি পাটওয়ারী। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়