মিনহাজুল আবেদীন: [২] বুধবার ডিবিসি টিভির প্রতিবেদনে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আরও বলেন, দেশের অর্থনীতির ভিত্তির কথা চিন্তা করেই এখনো বিমান বন্ধের কোনও সিন্ধান্ত নেয়া হয়নি। তবে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়নি। যেসব যাত্রী বাংলাদেশে এসেছে তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্ক্রিন মেকানিজমের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। বাইরের দেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকেই কোভিড টেস্ট করে আসতে হবে। কোভিডে আক্রান্ত কোনও রোগীকে গ্রহণ করা হচ্ছে না। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়গুলোসহ সবাই একসঙ্গে কাজ করছে।
[৩] বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, দেশে যারা আটকে পড়েছে তাদেরকে বিনাচার্জে ওই টিকিটেই ভ্রমণ করতে দেয়া হবে। তাদের জন্য আলাদাভাবে সিট বরাদ্দ করা হবে।
[৪] পর্যটন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন সচিব মহিবুল হক বলেন, পরিস্থিতি বিবেচনা করে তা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। তবে ফ্লাইট এবং কার্গো সার্ভিস চালু করা হবে কিনা তা সক্রিয় বিবেচনা করা হচ্ছে। সম্পাদনা : রাশিদ