শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছের উৎপাদন ভালো হলেও আড়তে পাইকারদের উপস্থিতি কম

ডেস্ক রিপোর্ট: করোনার কারণে পাইকারদের উপস্থিতি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন মৎস্যচাষীরা।

সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি পাইকারি বাজার থেকে প্রতিদিন মাছ সরবরাহ হয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ রাজধানীতে। চলনবিলসহ এই এলাকার বিভিন্ন জলাশয়ে এবার মাছের উৎপাদন ভালো হলেও করোনার কারণে পাইকারদের উপস্থিতি কিছুটা কম। এতে লোকসানের মুখে পড়েছেন মৎস্যচাষীরা।

ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি মাছের আড়ৎ। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি এই মাছের বাজারে চলনবিলসহ বিভিন্ন খাল-বিল থেকে নানা জাতের মাছ নিয়ে আসেন মাৎসচাষী ও জেলেরা।

টেংরা, পুটি, কৈ, শিং, রুই, কাতল, বোয়ালসহ বিভিন্ন জাতের দেশি মাছ নিয়ে আসেন মাৎসচাষী ও জেলেরা। পুটি ৮০ টাকা, টেংরা ৩শ থেকে ৪শ টাকা, শিং মাছ ৩শ থেকে সারে ৪শ টাকা, কৈ ৩শ ৫০ থেকে ৪শ টাকা, রই মাছ আকার ভেদে ১শ ৫০ থেকে ৫শ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।

চলতি বছর অনেকটা সময় ধরে এই এলাকার খাল-বিলে বন্যার পানি থাকায় মাছের উৎপাদনও ভালো হয়েছে বলে জানান পাইকাররা। প্রতিদিন আড়ৎ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ রাজধানীর পাইকারি ক্রেতারা আসেন মাছ কিনতে। কিন্তু করোনায় পাইকার কম আসায় মাছের কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা।

প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই বাজারে।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়