শিরোনাম
◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’ ◈ হাদি হত্যা মামলার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে : আইজিপি ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে: শাহবাগে উপদেষ্টা রিজওয়ানা (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁপাইনবাবগঞ্জে এসিল্যান্ডকে ঘুষ দেয়ার চেষ্টায় একজনের কারাদণ্ড

জোহরু ইসলাম: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় মফিজুর রহমানকে (৬৮) ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এই আদেশ প্রদান করেন তিনি।

[৩] নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম জানান, গত এক সপ্তাহ আগে জমি খারিজ করার জন্য আবেদন করেন মফিজুর রহমান। আবেদন করার পর থেকে খারিজ পাসের জন্য জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর (আব্বাস) বাজার এলাকার মৃতঃ তোফজুল হকের ছেলে মফিজুর রহমান বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে তদবির করতে থাকে। মফিজুর রহমানকে এ বিষয়ে বারবার তদবির না করার জন্য এসিল্যান্ড খাদিজা বেগম অনুরোধ করেন কিন্তু মফিজুর রহমান অনুরোধ না শুনে সোমবার সকালে ১১টার দিকে উপজো ভূমি অফিসে এসে আমার অফিস রুমে আমাকে উৎকোচ দেওয়ার চেষ্টা করে। এই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপার্দ করা হয়। নাচোল থানার এসআই গোলাম রসুল তাঁকে গ্রেপ্তার করে নাচোল থানা হাজতে নিয়ে যান।

[৪] নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম আরো জানান, ঘুষ দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। আমার অফিসের কোনো কর্মকর্তা যদি ঘুষের সঙ্গে আপোস করে তা যদি প্রমানিত হয়, তাহলে তাঁরও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি ঘুষ প্রদান করার চেষ্টা করে তা হলে একই অবস্থা হবে। প্রতিটি ভূমি অফিস কে আমি ঘুষ মুক্ত করতে চাই। ঘুষ ছাড়াই জনগনের সকল কাজ বাস্তবায়ন করা হবে। জমি খারিজ কিংবা মিস কেস অথবা অন্য কোনো কাজের জন্য কাউকে ধরা লাগবে না। কাগজ পত্রাদি ঠিক থাকলেই তা সরকারি নিয়মেই বাস্তবায়ন হয়ে যাবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়