শিরোনাম
◈ ট্রেনের ধাক্কায় ফরিদপুরে পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ ◈ লুকিয়ে ফোন ব্যবহার করায় হাতুড়ি দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙলেন শিক্ষক ◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁপাইনবাবগঞ্জে এসিল্যান্ডকে ঘুষ দেয়ার চেষ্টায় একজনের কারাদণ্ড

জোহরু ইসলাম: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় মফিজুর রহমানকে (৬৮) ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এই আদেশ প্রদান করেন তিনি।

[৩] নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম জানান, গত এক সপ্তাহ আগে জমি খারিজ করার জন্য আবেদন করেন মফিজুর রহমান। আবেদন করার পর থেকে খারিজ পাসের জন্য জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর (আব্বাস) বাজার এলাকার মৃতঃ তোফজুল হকের ছেলে মফিজুর রহমান বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে তদবির করতে থাকে। মফিজুর রহমানকে এ বিষয়ে বারবার তদবির না করার জন্য এসিল্যান্ড খাদিজা বেগম অনুরোধ করেন কিন্তু মফিজুর রহমান অনুরোধ না শুনে সোমবার সকালে ১১টার দিকে উপজো ভূমি অফিসে এসে আমার অফিস রুমে আমাকে উৎকোচ দেওয়ার চেষ্টা করে। এই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপার্দ করা হয়। নাচোল থানার এসআই গোলাম রসুল তাঁকে গ্রেপ্তার করে নাচোল থানা হাজতে নিয়ে যান।

[৪] নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম আরো জানান, ঘুষ দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। আমার অফিসের কোনো কর্মকর্তা যদি ঘুষের সঙ্গে আপোস করে তা যদি প্রমানিত হয়, তাহলে তাঁরও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি ঘুষ প্রদান করার চেষ্টা করে তা হলে একই অবস্থা হবে। প্রতিটি ভূমি অফিস কে আমি ঘুষ মুক্ত করতে চাই। ঘুষ ছাড়াই জনগনের সকল কাজ বাস্তবায়ন করা হবে। জমি খারিজ কিংবা মিস কেস অথবা অন্য কোনো কাজের জন্য কাউকে ধরা লাগবে না। কাগজ পত্রাদি ঠিক থাকলেই তা সরকারি নিয়মেই বাস্তবায়ন হয়ে যাবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়