শিরোনাম
◈ গালাতাসারাইকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ আটে ম‍্যানচেস্টার সিটি ◈ শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনশি জাকির হোসেন: একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রথম ও দ্বিতীয় ধাপ

মুনশি জাকির হোসেন: একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রথম ধাপ, ভূ-রাজনৈতিক স্বাধীনতা এবং দ্বিতীয় ধাপে আসে অর্থনৈতিক স্বাধীনতা, সাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন, জীবন ধারণের অধিকার, বাক্স্বাধীনতাসহ অন্যান্য দৈনন্দিন সাংবিধানিক স্বাধীনতা। ভূ-রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে না পারা তামিল, বেলুচ, ফার্ক, আইরিশ, চেচেন, কাতালান, জাতিসত্তার নজির আমলে নিলে আরও পরিষ্কার হবে।

দ্বিতীয় ধাপের স্বাধীনতার অর্জনগুলো ক্রমবর্ধনশীল, আপেক্ষিক, পরিবর্তিত পরিস্থিতি জনমানুষের আকাক্সক্ষাকাগুলোকে আরও সম্প্রসারিত করে। কিন্তু প্রথম ধাপের ভূ-রাজনৈতিক স্বাধীনতা একটি জাতির জীবনে একবারই ঘটে এবং সেই সংগ্রাম/যুদ্ধ ব্যর্থ হলে ওই জাতির দ্বিতীয় ধাপের স্বাধীনতার আকাক্সক্ষাগুলো চরমভাবে প্রলম্বিত এবং সংকুচিত হতে থাকে।

১৯৭১ সালের ভূ-রাজনৈতিক স্বাধীনতা একটি রাষ্ট্র, একটি দেশের, একটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সুনির্দিষ্ট করেছে। যেখানে একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রে একটি সরকার, একটি সংবিধান থাকবে। যেখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনার মৌলনীতি আছে, মৌল অধিকারের সংরক্ষিত আছে এবং ওই সংবিধানই একটি সংসদ, বিচার বিভাগ, শাসন বিভাগের মধ্য দিয়ে এই ভূখণ্ডের সকল নাগরিকের দ্বিতীয় ধাপের সকল অধিকারকে সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠিত করে এবং এগুলো অর্থনৈতিক মুক্তি/স্বাধীনতা, সামাজিক/সাংস্কৃতিক স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়