মঈনউদ্দীন: [২] নগরীতে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
[৩] সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে র্যাবের মোল্লা পাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা কর াহয়েছে।
[৪] রোববার রাত পৌনে ১০টার দিকেনগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই চালানজব্দকরে র্যাব-৫ রাজশাহীর মোল্লা পাড়া ক্যাম্পের একটি দল। এ ঘটনায় আটক দুজন হলেন, জেলার গোদা গাড়ী উপজেলার দিয়ার মানিক, চকএলাকার কামরুলইসলাম (৫০) ও তার সহযোগী হড়গ্রাম নতুন পাড়াএলাকার ওমর শরীফ রনি (৩০)।