শিরোনাম
◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের ◈ সংসদ নির্বাচ‌নের পর বিএনপি ও জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? ◈ কড়া নিরাপত্তায় শুরু প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আসছেন ডারহামের জন লুইস!

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশ আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতি ক্রিকেটে ফিরতে যাচ্ছে। সিরিজের সময় ঘনিয়ে আসলেও এখনও টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে টাইগাররা ব্যাটিং কোচ পাবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। যেখানে তাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ডারহামের সাবেক ওপেনার জন লুইসের নাম।

[৩] গেল আগস্টে পারিবারিক কারণে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি। তিনি সরে যাওয়ার পর করোনা মহামারির মাঝেই শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শকের চাকরি দিয়েছিল বিসিবি।

[৪] কিন্তু তিনিও সেই দায়িত্বে বহাল থাকতে পারেননি। দায়িত্ব বুঝে নেওয়ার আগেই চাকরি ছাড়তে হয়েছিল ম্যাকমিলানকে। বাবার মৃত্যুর কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কিউইদের সাবেক এই ব্যাটিং কোচ। তিনি সরে যাওয়ার পর নতুন কাউকে এখনও নিয়োগ দেয়নি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

[৫] যদিও তারপর থেকেই নতুন কাউকে খুঁজছিল বিসিবি। প্রধান নির্বাহী নিজামউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন যে, ওয়েস্ট ইন্ডিজের সিরিজের আগে তারা পরবর্তী ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়ার ব্যাপারে আশাবাদী। যেখানে তাদের ব্যাটিং কোচের তালিকায় রয়েছেন লুইস। তবে এখনও চূড়ান্ত হয়নি কে হবে বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ।

[৬] এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘জন লুইস আমাদের শর্টলিস্টে রয়েছে তবে কিছুই এখনও চূড়ান্ত হয়নি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে ব্যাটিং পরামর্শক নিয়োগের প্রত্যাশা করছি।

[৭] ৪৫ বছর বয়সী লুইস কাউন্টি ক্রিকেটে ডারহামের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে জিউফ কুকের অসুস্থতার পরে লুইস ডারহামের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পান। ক্রিকেট ক্যারিয়ারে ১৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। যেখানে প্রায় ৮ হাজার রান করেছেন। - ক্রিকফ্রেঞ্জি/ বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়