শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারী পৌর নির্বাচনে নৌকার প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : [২] জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় নৌকার মাঝি হলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা সেলিম রেজা লিপন মিয়া। তিনি বোয়ালমারীর গভর্নরখ্যাত মরহুম আব্দুল হামিদ বাবু মিয়ার বড় ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের চাচতো ভাই।

[৩] উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে রাতে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

[৪] উপজেলা ব্যাপি আলোচনা চলছিল কে হচ্ছেন নৌকার মাঝি। মেয়র পদে ৮ জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় উপজেলা থেকে তিনজনের নাম পাঠানো হয়েছিল কেন্দ্রে। সেখানে ছিল না সেলিম রেজার নাম। বর্তমান প্রেক্ষাপটে জনপ্রিয় ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সুপারিশে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা হয় তিনিসহ আরো দুইজনের নাম। মোট ৫জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র কিনে জমা দেন কেন্দ্রে। শেষ পর্যন্ত তিনিই (সেলিম রেজা) পেয়ে যান দলীয় মনোনয়ন।

[৫] অপরদিকে বিএনপি থেকে দলে টিকিট পেয়েছেন সাবেক দুইবারের মেয়র পৌর বিএনপির সদস্য আব্দুস শুকুর শেখ। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অবশ্য বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এককভাবে শুকুর মিয়ার নামই কেন্দ্রে পাঠিয়েছিল। আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। এবার নবীন প্রবীনের লড়াই দেখার অপেক্ষায় বোয়ালমারীবাসি। আগামী ১৬ জানুয়ারি নির্ধারিত হবে নবীন প্রবীনের লড়াইয়ে কে হবেন মেয়র হিসেবে বিজয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়