শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোজেঁর ৭ দিন পরও খোঁজ মেলিনি শেরপুরের আমজাদ হোসেনের

তপু সরকার : [২] পরিবার সূত্রে জানা যায় গত ১২ ডিসেম্বর শনিবার পাকুরিয়া পূর্ব্পাড়া মরহুম আব্দুল হামিদ এর ছেলে মোঃ আমজাদ হোসেন ( ৩৭) রাত অনুমান ৮.৩০ মিনিটের সময় কয়েল কেনার জন্য বাড়ী থেকে বের হয়ে অদ্যবধি এখনও বাড়ী ফিরে আসেনি ।

[৩] বাড়ীর লোকজন ও তাহার আত্বীয় স্বজন বন্ধু বান্ধব সহ বিভিন্ন জায়গায় খোঁজখোজি করেও এখনো আমজাদের সন্ধান পায়নি বলে জানান পরিবারের লোকজন ।

[৪] গত ১৫ ডিসেম্বর, আমজাদ এর স্ত্রী মোছাঃ লিপি আক্তার শেরপুর সদর থানায় হাজির হয়ে একটি সাধারন ডায়রী করেন , যাহার নং-৮৫২ । এলাকাবাসী ও তার পরিবারের লোকজন জানান ,আমজাদ এবং তার স্ত্রী লিপি বেগম তাহারা নরসংদীর একটি গার্মেন্টসএ চাকুরী করেন ।

[৫] গত একমাস আগে নিজ বাড়ী শেরপুরের পাকুরিয়ার পূর্ব্পাড়া গ্রামে আসে ঘর তোলার জন্য । সেখানে নিজ আত্বীয়দের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয় এবং সেটা নিয়ে একটি শালিস হয় ।

[৬] আমজাদের স্ত্রী লিপি বেগম এবং বাড়ীর-লোকজন দের সাথে কথা হলে মনে তারা নিজেরাই আতংকিত হয়ে আছেন।

[৭] শেরপুর সদর থানায় , জিডি তদন্তকারী অফিসার আনোয়ার হোসেন বলেন, দ্রুত তদন্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার বাড়ীর আশে পাশের দোকানদার এবং এলাকাবাসীর সাথে কথা হচ্ছে এবং গত ৩দিন ধরে আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়