শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোজেঁর ৭ দিন পরও খোঁজ মেলিনি শেরপুরের আমজাদ হোসেনের

তপু সরকার : [২] পরিবার সূত্রে জানা যায় গত ১২ ডিসেম্বর শনিবার পাকুরিয়া পূর্ব্পাড়া মরহুম আব্দুল হামিদ এর ছেলে মোঃ আমজাদ হোসেন ( ৩৭) রাত অনুমান ৮.৩০ মিনিটের সময় কয়েল কেনার জন্য বাড়ী থেকে বের হয়ে অদ্যবধি এখনও বাড়ী ফিরে আসেনি ।

[৩] বাড়ীর লোকজন ও তাহার আত্বীয় স্বজন বন্ধু বান্ধব সহ বিভিন্ন জায়গায় খোঁজখোজি করেও এখনো আমজাদের সন্ধান পায়নি বলে জানান পরিবারের লোকজন ।

[৪] গত ১৫ ডিসেম্বর, আমজাদ এর স্ত্রী মোছাঃ লিপি আক্তার শেরপুর সদর থানায় হাজির হয়ে একটি সাধারন ডায়রী করেন , যাহার নং-৮৫২ । এলাকাবাসী ও তার পরিবারের লোকজন জানান ,আমজাদ এবং তার স্ত্রী লিপি বেগম তাহারা নরসংদীর একটি গার্মেন্টসএ চাকুরী করেন ।

[৫] গত একমাস আগে নিজ বাড়ী শেরপুরের পাকুরিয়ার পূর্ব্পাড়া গ্রামে আসে ঘর তোলার জন্য । সেখানে নিজ আত্বীয়দের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয় এবং সেটা নিয়ে একটি শালিস হয় ।

[৬] আমজাদের স্ত্রী লিপি বেগম এবং বাড়ীর-লোকজন দের সাথে কথা হলে মনে তারা নিজেরাই আতংকিত হয়ে আছেন।

[৭] শেরপুর সদর থানায় , জিডি তদন্তকারী অফিসার আনোয়ার হোসেন বলেন, দ্রুত তদন্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার বাড়ীর আশে পাশের দোকানদার এবং এলাকাবাসীর সাথে কথা হচ্ছে এবং গত ৩দিন ধরে আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়