জেরিন আহমেদ: দীর্ঘ নয় মাসের রক্তনদী পেরিয়ে আসা আনন্দ-বেদনায় মিশ্র মহান বিজয় দিবস। গৌরব আর আনন্দের দিন। একইসঙ্গে লাখো স্বজন হারানোর শোকে বেদনাবিধুর দিনও।
পাকিস্তানিদের ২৩ বছরের শোষণ-বঞ্চনা শেষে বিজয়ের নতুন আলোয় সিক্ত হয়েছিলো এ বাংলার মাটি, জল।
লাখো সন্তান, মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে জন্ম নেয় একটি নতুন দেশ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী
সাতক্ষীরায় মহামারি করোনা পরিস্থিতির মধ্য দিয়ে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বুধবার প্রত্যুষে ৩১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যেদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে রাঙ্গুনিয়া প্রেসক্লাব।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্য্যলয়ের সামনে বঙ্গবন্ধুর ভষকার্য্য পুস্পমাল্য অর্পন করেন, রাজবাড়ীর ১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,জেলা প্রশাসক দিলশাদ বেগম পুলিশ সুপার মোঃ মিজানুর রহমার (পিপিএম বার),অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অপরাধ) মোঃ সালাউদিন ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এর আয়োজন করা হয়। সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ১২ বছর পর র্যালি ও মিছিল করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় থেকে র্যালিটি বের করা হয়।
ঢাকার ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন, কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
বিজয় দিবসের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে রাঙ্গুনিয়া প্রেসক্লাব।
নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন । সূর্যোদয়ের সাথে সাথে মহিলা কলেজের সামনে স্বাধীনতা স্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পুস্পস্তবক অর্পণের মাধ্যমে।
যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে (বুধবার) সূর্যউদয়ের সাথে সাথে খুনিয়াদিঘী স্মৃতিসৌধে ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৭টায় শহরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শরুতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
পটুয়াখালীর মহিপুর ইউনিয়ান আওয়ামী লীগ ও মহিপুর থানা যুবলীগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বুধবার সকাল ৮ টা ১ মিনিটের সময় মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
শ্রদ্ধা-ভালোবাসা ও উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন করছেন চট্টগ্রামবাসী। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় বগুড়া জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের ৫০তম বছরে পদার্পণ করে জাতির জনকের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। বুধবার প্রত্যুষে আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্ত্বরে, ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্ত্বর ও সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠন। বুধবার (১৬ডিসেম্বর) সকাল সাতটায় উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিন শুরু করে বিএনপি ও তাার অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।
মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌর আওয়ামীলীগও ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার ভোরে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালী ও সকাল ১১ টায় স্থানীয় আ’লীগের কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।