নূর মোহাম্মদ: [২] নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন।
[৩] আবেদনকারীদের আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ) জানান, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট রায়ে বলেছিলেন, সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিটকারীদের জন্য সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
[৪] তিনি বলেন, ২ বছরেও রায় বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে গত বছর রুল জারি করা হয়। রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৩০ হাজার প্রার্থীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এরপর নিয়োগ থেকে বিরত থাকতে আবেদন করে রিটকারীরা। সম্পাদনা : সমর চক্রবর্তী