মিনহাজুল আবেদীন: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করছে, এই বুদ্ধিজীবী দিবসে আমরা প্রতিজ্ঞা করছি তাদের বিরুদ্ধে সোচ্চার হবো। তবে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, সবাই মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।
[৩] বিএনপির মহাসচিব ফুল দেয়ার পর তার দলীয় লোকজনের সঙ্গে শহীদদের উদ্দেশ্য ১ মিনিট নিরবতা পালন করেন।
[৪] তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করা হচ্ছে।
[৫] তিনি আরও বলেন, দেশে এখন কোনো শান্তি নেই, অশান্তি বিরাজ করছে। জনগণের কল্যাণে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। ধর্র্ম-বর্ণ সবাই মিলে এক সঙ্গে কাজ করা উচিত। সম্পাদনা : রাশিদ