শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২ প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই সফরকারীদের ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে প্রথমবারের মত টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসলো নিউজিল্যান্ড।

[৩] টসে হেরে বেসিন রিজার্ভে প্রথমে বযআট করতে নেমে নিউজিল্যান্ড ৪৬০ রানের পাহাড় গড়ে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হয়। এরপর ফলোঅন করতে নেমেও সুবিধা করতে পারেনি। আগেরদিন আলোক স্বল্পতায় দিনের খেলা ২৮ মিনিট আগে শেষ না হলে হয়তো তৃতীয় দিনেই জিতে যেত স্বাগতিকরা।

[৪] অবশ্য দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখিয়েছেন জ্যাসন হোল্ডার ও জশুয়া দ্য সিলভা। সপ্তম উইকেটে তারা দুজন ৮২ রানের জুটি গড়ে এক সময় লিড নেওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ২৫২ রানের মাথায় হোল্ডার ও ৩০৭ রানের মাথায় জশুয়া আউট হওয়ার পর পরাজয় বরণ করতে বেশি সময় লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডার ৬১ ও জশুয়া ৫৭ রান করে আউট হন।

[৫] দ্বিতীয় ইনিংসে বল হাতে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন টিম সাউদি ও কাইল জেমিসন। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১০টি উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছিলেন সাউদি ও জেমিসন।

[৬] অন্যদিকে ব্যাট হাতে নিউজিল্যান্ডের ৪৬০ রানের ইনিংসে হেনরি নিকোলস ১৭৪ রান করেছিলেন। অপরাজিত ৬৬ রান করেছিলেন ওয়াগনার। এ ছাড়া উইল ইয়াং ৪৩ ও দারিল মিশেল ৪২ রান করেছিলেন।বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ ৩টি করে এবং কেমার হোল্ডার ও রোস্টন চেস ২টি করে উইকেট নেন।

[৭] ম্যাচসেরা হন হেনরি নিকোলস ও সিরিজ সেরা হন কাইল জেমিসন। এই ম্যাচে অবশ্য খেলেননি নিউজিল্যান্ডের নিয়মিত আধিনায়ক ও আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন। তিনি না খেললেও জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি নিউজিল্যান্ডকে।

[৮] এই জয়ের ফলএ অস্ট্রেলিয়াকে টপকে প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলো তারা। এছাড়াও চলমান টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায়ও ইংল্যান্ডকে টপকে বর্তমানে তৃতীয় স্থানে অবস্থানে কিউরা।- ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়