হারুন-অর-রশীদ: [২] দক্ষিণবঙ্গের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে।
[৩] রোববার (১৩ ডিসেম্বর) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজটির নিজ ক্যাম্পাসে এ নির্বাচন সম্পন্ন হয়।
[৪] এতে সম্পাদক পদে কলেজটির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয় ইসলামের ইতিহাসের প্রভাষক জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক (মহিলা) পদে গণিত বিভাগের প্রভাষক তানজিয়া ইসলাম, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন বাংলা বিভাগের প্রভাষক ইয়াদ আলী মোল্যা।
[৫] নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: আব্দুল হামিদ চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বদিউল আলম ও দর্শন বিভাগের প্রভাষক তামান্না বাসার রোলী।
[৬] নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বদিউল আলম বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই শিক্ষকরা তাদের পছন্দের প্রার্থীদের আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ভোট প্রদান করে।
[৭] কলেজটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা নবনির্বাচিত পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সম্পাদনা: সাদেক আলী