মুশফিক ওয়াদুদ: বিরোধী দল সমর্থক কিছু ‘অনলাইন অ্যাক্টিটভিস্ট’ ফেসবুকে এমন একটা ভাব ধরেন যেন তারা মতপ্রকাশের স্বাধীনতার বড় এক এক যোদ্ধা। কিন্তু ফেসবুকে কারো কোনো পোস্ট তাদের পছন্দ না হলে এমনভাবে হামলে পরেন তখন বোঝা যায় তারা মতপ্রকাশের স্বাধীনতার কতোটা পক্ষের লোক। আর এমনটা হয় যখন তারা বা তাদের পছন্দের দল ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকলে তাদের কাছে অন্যের মতের কতোটা স্বাধীনতা থাকবে এইটা ভাববার বিষয়। এক সাংবাদিকের মুজিব কোট পরে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করার প্রতিক্রিয়ার এক অ্যাক্টিভিস্টের বিরাট পাণ্ডিত্যপূর্ণ পোস্ট দেখলাম।
পোস্টটা পড়ে দুটি বিষয় মনে হলো [১] এই দেশের মানুষের ডিএনএ এর মধ্যে অন্যের মতো সহ্য করার বিষয় নেই। [২] বিরোধী দলের এই সব অ্যাক্টিভিস্টের মধ্যে আওয়ামী লীগের প্রতি প্রবল ক্ষোভ এবং এইটা অনেকটা মানসিক সমস্যা তৈরি করেছে তাদের মধ্যে। আমার মনে হয় যে তাদের সাইকির মধ্যে এমন একটা বিষয় আছে যে তাদের মতো আওয়ামী লীগের প্রতি এমন ক্ষোভ দেশের অন্য সবার থাকতে হবে। রাজনীতির জন্য এটা খুবই ক্ষতিকারণ। এই অস্বাভাবিক ক্ষোভ তাদের বাস্তবতা থেকে দূরে রাখে। ফেসবুক থেকে