শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ বছর পর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষা, অনিয়মের অভিযোগে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন

শরীফ শাওন: [২] রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষায় অংশ নিয়ে নাসির উদ্দিন বলেন, অধিকাংশ পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, টোকেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে পুরো হল মাছ বাজারের মতো হয়ে যায়। তদারকি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কেউ ছিল না। আমরা পড়ালেখা করে প্রস্তুতি নিয়ে গিয়ে বিব্রত হয়েছি।

[৩] রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়ে কামরুজ্জামান রাসেল বলেন, কেউ মোবাইলে দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, কপি করে আবার অনেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে প্রক্সি পরীক্ষা দিয়েছে।

[৪] বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম থেকে বলেছে এবারের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রশ্নপত্র বাহিরে চলে এসেছে, বহিরাগত অনেককে ভিতরে টোকেন সরবারহ করতে দেখা গেছে। অনিয়মের বিষয়য়ে লিখিত অভিযোগ জানাবো। এভাবে চলতে থাকলে স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে।

[৫] শনিবার ঢাকার মোট ৯টি কেন্দ্রে মডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে টেকনোলজিস্ট পরিষদ এসব কথা জানায়।

[৬] রাজস্বখাতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। তারা বিকাল ৩ টায় মানববন্ধনের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়