শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাস্কর্য ভেঙ্গে আর বিদেশী দূতাবাসে ধর্ণা দিয়ে সরকার হটানো যাবেনা: ওবায়দুল কাদের

মমতাজুর রহমান: [২] বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন জঙ্গী আর মৌলবাদীদের মদদ দিয়ে বাংলাদেশে স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে আর বিদেশী দূতাবাসে দৌড়ঝাঁপ করে জনগনের ভোটে নির্বাচিত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কে হটানো যাবে না। বিএনপি নেতা মির্জা ফকরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, সরকার হটাতে গেলে জনগনের পাশে দাঁড়ান।

[৩] সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ হল নির্বাচন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহন করুন, নির্বাচন করে জয়ী হয়ে আসুন তাহলে আপনা আপনি সরকার হটে যাবে। ভাংচুর, জ¦ালাও পোড়াও আর ধংসাত্নক আন্দোলনের প্রয়োজন হবে না।

[৪] সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও বিতর্কিত ব্যক্তিদের আওয়ামীলীগে টানবেন না। জনগনের দল আওয়ামী লীগের ত্যাগী ও পরিক্ষীত নেতা-কর্মীর অভাব নাই, মাইম্যান আর পকেট কমিটি না করে ত্যাগী, পরিক্ষিত ও নিবেদিত প্রান নেতা-কর্মী নিয়ে গ্রহনযোগ্য কমিটি কারার পরামর্শ দেন।

[৫] উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কুদরত-ই এলাহী কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস, এম, কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা, রোকেয়া সুলতানা এবং সদস্য সাহাবুদ্দিন ফরাজী। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়