নোয়াখালী প্রতিনিধি: [২] "জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান " এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।
[৩] এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞ দায়রাজজ সালেহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের উৎপল চৌধুরী,জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রমুুখ
[৪] অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলমের সভাপতিত্বে উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত আরা সাদমিন। সম্পাদনা: সাদেক আলী