শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা

সালেহ্ বিপ্লব: [২] কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শুক্রবার বিকেলে চারটায় চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

[৩] সংগঠনের পাহাড়তলী, আকবর শাহ, খুলশী ও হালিশহর থানা কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমদ। প্রধান বক্তা ছিলেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস,আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন।

[৪] সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম জতু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সৈকত চক্রবর্তী,  এস এম ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দীন জয়,আরফাতুল মান্নান ঝিনুক, বীর মুক্তিযোদ্ধার সন্তান নাসির খান, ইকবাল হোসেন,মাসুদ করিম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

[৫] সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অলংকার চত্বরে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়