আখিরুজ্জামান সোহান : [২] দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি বৃহস্পতিবার দাবি করেছে, বিজেপির এই হামলার সময় পুলিশ উপস্থিত ছিলো। শুধু তাই নয়, হামলা ও ভাঙচুরে তারা সরাসরি সহায়তাও করেছে। এনডিটিভি
[৩] ঘটনার ভিডিওচিত্র সিসোদিয়া নিজে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এএপি নেতা অতিষি এবং রাঘব চাদা বলেন, প্রথমে ডজনখানেক মানুষকে বাসার সামনে ঘুরতে দেখা যায় পরে তারা পুলিশের সহায়তায় জোরপূর্বক ভিতরে ঢোকার চেষ্টা চালায়।
[৫] এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৬] আক্রমণের সময় সিসোদিয়া বাসায় ছিলেন না বলে জানা গিয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল