শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলনবিলের নদী ও খালে শীতে পাখিদের আগমনে মুখরিত, পাখি শিকার ও নদী দখল বন্ধের আহ্বান

জাকির আকন: [২] পাখিদের অভয়াশ্রয়স্থল খ্যাত চলনবিলের বিভিন্ন খাল, বিল ও নদী এখন হাজার হাজার শীতের পরিযায়ী পাখির আগমনে কলকল ধনিতে মুখরিত হয়ে উঠেছে। শীতের পাখিদের শিকার বন্ধে বিলের খাল দখল বন্ধে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের।

[৩] সরজমিনে জানা যায়, চলনবিলের তাড়াশ, গুরুদাসপুর, সিংড়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও বড়াইগ্রাম উপজেলার চলনবিলের খাল, বিল ,করতোয়া, আত্রাই, গুমানী, চিকনাই, বড়াল, নন্দকুজা, বেহুলা নদীতে এবছর হাজার হাজার শীতের পাখিদের আগমনে এক অপরুপ নৈসর্গিক দৃশ্যর সৃষ্টি হয়েছে। পাখিদের নিরাপদ আশ্রয়াস্থল খ্যাত চলনবিলে শীতে শত শত প্রজাতির পাখি ও জলজপ্রাণীর সহাবস্থান মিলেছে। তাড়াশ উপজেলার দক্ষিণে করতোয়া নদীতে এই বছর পাখিদের নিরাপদ আশ্রয়ে স্থানীয় পাখি প্রেমীদের পক্ষে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

[৪] শনিবার সিংড়া উপজেলায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সংগঠনের পক্ষে মানব বন্ধন ও সমাবেশ করা হয়েছে । চলনবিলের প্রবীণ সাংবাদিক উন্নয়নকর্মী ও চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু বলেন, চলনবিলের প্রবাহমান জলরাশিতে অতীতে হাজার হাজার সাইবেয়ীয় পাখিদেরযে আগমন দেখা যেত তার বিলের দখলের কারণে হারিয়ে যাচ্ছে। তিনি চলনবিলে ইতিহাস ও ঐতিহ্য ফিরিয়ে আনতে পাখি শিকার রোধ ও খাল বিল ভরাট রোধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ কামনা করেন।

[৫] সিংড়া উপজেলায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সংগঠনের আহবায়ক ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা বলেন, সমাজের রাজনৈতিক নেৃতৃবৃন্দ আপনারা পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন আপনাদের কথা যেহেতু সমাজের লোক শোনে প্রশাসনের লোক শোনে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়