শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবা এখন ডাকযোগে পাচার হচ্ছে আমেরিকায়!

ইসমাইল হোসেন ইমু: অভিনব কায়দায় পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে ইয়াবা পাচারকারীর একটি চক্রের চার সদস্যকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ। এই চক্রটি জিপিওর কুরিয়ার সার্ভিস ব্যবহার করে কাপড়ের পার্সেলের ভেতরে করে অভিনব কায়দায় লুকিয়ে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচার করত।

সর্বশেষ গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই হাজার ৪০০ পিস ইয়াবার একটি চালান পাঠিয়েছে এ চক্রটি। ৬ ডিসেম্বর এই চক্রের সঙ্গে জড়িত মো. নাহিদ পারভেজ (৩৭), মিজানুর রহমান জুয়েল (৩৮), মো. এনামুল হোসেন খান রাহাত (৪০) ও মো. রাজিব হালদারকে (২৮) আটক করে তাদের দেয়া তথ্যানুযারী গুলিস্তান জিপিও অফিস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পার্সেল করা তিন কেজি ৩৩৪ গ্রামের একটি প্যাকেট আটক করা হয়।

আটক চার মাদকবিক্রেতাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইয়াবা পাচারের এই অভিনব পন্থার তথ্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে রাজধানীর গুলিস্তানের জিপিওতে সহায়তা চায় পুলিশ। সেখানকার কর্মকর্তাদের সহায়তায় পার্সেলটি খুঁজে বের করা হয়। ফলে দেশে থাকতেই বিপুল পরিমাণ ইয়াবার চালানটি আটকে দেওয়া সম্ভব হয়।

সংশ্লিষ্টরা জানান, আমেরিকার অরিন মাহজাবিন নামে একজনের কাছে ইয়াবার পার্সেলটি পাঠানো হচ্ছিল। প্রাপকের বিষয়ে প্রাথমিকভাবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। এর আগেও একবার পোস্ট অফিসের মাধ্যমে নিউইয়র্কে ইয়াবা পাচারের তথ্য পাওয়া গেছে। তবে গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

রবিবার (০৬ ডিসেম্বর) খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সে সময় তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (০৭ ডিসেম্বর) খিলগাঁও থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন সম্প্রতি কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আসা ইয়াবার চালানটি সংগ্রহ করেন। এরপর গত ০৬ ডিসেম্বর ইয়াবার চালানটি নিউইয়র্কে পাঠানোর উদ্দেশ্যে জিপিওতে জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় ওই পার্সেলটি শনাক্ত করা হয়।

জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে পার্সেলটি খোলা হয়। পার্সেলের মধ্যে দু’টি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাইয়ের ভেতর ফাঁকা জায়গায় পলিথিন দিয়ে অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। ওই দু’টি জিন্স প্যান্ট থেকে পাওয়া ৬৮টি স্ট্রাইক থেকে মোট ২ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়