শিরোনাম
◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোষ্ট অফিসের মাধ্যমে নিউইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় চারজন গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] গ্রেপ্তারকৃতরা হলো- নাহিদ পারভেজ তাহিন(৩৭), মোঃ মিজানুর রহমান জুয়েল(৩৮), ইমাম হোসেন খান রাহাত(৪০) ও রাজীব হাওলাদার(২৮) ।

[৩] খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, গত রোববার খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন খবরেরর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানিয়েঝছ, কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করে। এই ইয়াবার চালান গত রোববার নিউইয়র্কে পাঠানোর জন্য জিপিওতে জমা দেওয়ার বিষয় স্বীকার করে।
[৫] জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে পার্সেল খোলা হয়। পার্সেলের মধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাই এর ভিতর ফাঁকা জায়গায় পলিথিন দ্বারা অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। দুটি জিন্স প্যান্ট থেকে পাওয়া ৬৮টি স্ট্রাইক হতে ২ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] মাদক সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত অর্থ লগ্নীকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়