ইসমাঈল ইমু : [২] গ্রেপ্তারকৃতরা হলো- নাহিদ পারভেজ তাহিন(৩৭), মোঃ মিজানুর রহমান জুয়েল(৩৮), ইমাম হোসেন খান রাহাত(৪০) ও রাজীব হাওলাদার(২৮) ।
[৩] খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, গত রোববার খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন খবরেরর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানিয়েঝছ, কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করে। এই ইয়াবার চালান গত রোববার নিউইয়র্কে পাঠানোর জন্য জিপিওতে জমা দেওয়ার বিষয় স্বীকার করে।
[৫] জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে পার্সেল খোলা হয়। পার্সেলের মধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাই এর ভিতর ফাঁকা জায়গায় পলিথিন দ্বারা অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। দুটি জিন্স প্যান্ট থেকে পাওয়া ৬৮টি স্ট্রাইক হতে ২ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৬] মাদক সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত অর্থ লগ্নীকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে।