শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম বিশ্ব ও সরকারের প্রতি ১১ দফা দাবি কিশোর আনজুমানে আল বাইয়্যিনাতের

নিজস্ব প্রতিবেদক: হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি বেয়াদবী ও মানহানীর ঘটনায় মুসলিম বিশ্বের প্রতি ৬ দফা এবং বাংলাদেশ সরকারের প্রতি ৫ দফা দাবি জানিয়েছে কেন্দ্রীয় কিশোর আনজুমানে আল বাইয়্যিনাত বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ শরীফের পার্টি হাউজ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান।

বক্তারা বলেন, প্রতিটি মুসলিম রাষ্ট্রে প্রথম আইন হবে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মানহানীকারীর একমাত্র শাস্তি মৃত্যূদণ্ড। অতিসত্বর সমস্ত মুসলিম দেশ থেকে ফ্রান্সের সঙ্গে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন করতে হবে। ফ্রান্সের দূতাবাস সমস্ত মুসলিম দেশ থেকে বন্ধ করে দিতে হবে।

বক্তারা বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ থেকে সকল ফরাসী পণ্য বয়কট করতে হবে। ফ্রান্সের সাথে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন করতে হবে। এবং ফ্রান্সের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে।ফ্রান্সকে সমর্থনকারী ভারতের সাথেও সমস্ত প্রকার কূটনৈতিক, ব্যবসায়িক, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

তারা আরো বলেন, ‘হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানহানীকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড’-এই মর্মে অতিদ্রুত শরঈ আইন জারী করতে হবে। যে সকল শাতিমে রসূল বাংলাদেশে মাটিতে বহাল তবিয়তে আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিতে হবে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জাগো হিন্দুসহ বাংলাদেশে যে সকল সংগঠন গোস্তাখে নবী, শাতিমে রাসূলদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে তাদেরকে অতিদ্রুত নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।

প্রতিবাদী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কিশোর আনজুমানে আল বাইয়্যিনাতের সভাপতি মুহম্মদ মুস্তাজিবুর রহমান ওয়াক্বি, সাধারণ সম্পাদক হাফিয মুহম্মদ মুস্তফা জামান, দফতর সম্পাদক শেখ মুহম্মদ মুঈনুদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন, কিশোর আনজুমানে আল বাইয়্যিনাতের সাংগঠনিক সম্পাদক আহমদ যায়ান, অর্থ বিষয়ক সম্পাদক মুহম্মদ মুহসিন আজমল, প্রচার সম্পাদক সম্পাদক মুহম্মদ আবু নছর শা’বী, উপদেষ্টা মুহম্মদ মাহবুবুল হক্ব, মুহম্মদ মাহবুব আলম, মুহম্মদ আবু যর শিবলীসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়