স্পোর্টস ডেস্ক: [২] ফুটবল জগতের অন্যতম সেরা নক্ষত্র দিয়েগো ম্যারাডোনার নামে নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে ইতালিয়ান ফুটবল ক্লাব নাপোলি। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
[৩] ম্যারাডোনার পরলোকগমনের পর থেকেই স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা চলছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। এতদিন যে মাঠের নাম ছিল সান পাওলো, এখন তা পরিচিত হবে ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম’ হিসেবে। - স্পোর্টস জোন
[৪] আর্জেন্টাইন কিংবদন্তির সম্মানে শুক্রবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তনের ঘোষণা দেয় ইতালিয়ান সেরি আর দলটি। ম্যারাডোনার হাত ধরে দলটি জিতেছিল দুটি সেরি আ ও একটি উয়েফা কাপ শিরোপা। এরপর আর শিরোপা জেতা হয়নি দলটির। - বিবিসি স্পোর্টস
[৫] কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ম্যারাডোনা।