ইমরুল শাহেদ: তিনি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন আগামী বছরের নারী দিবসে মুক্তি দেওয়া হবে এই ছবিটি। সোমবার সন্ধ্যায় এই ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে ছবিটির নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। নায়িকা একজন। তিনি হলেন নবাগত রাজ রিপা।
এই নবাগত নায়িকার নির্বাচন নিয়ে ইফতেখার চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘আমি বেশ কয়েকজন নায়িকার অডিশন নিয়েছি। তাদের মধ্যে রাজ রিপাকেই আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছে। নায়িকা হওয়ার সব গুণাবলিই রাজ রিপার মধ্যে বিদ্যমান আছে।’ তবে রাজ রিপার বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়নি তার বক্তব্যে। এ ছবিতে রাজ রিপার নায়ক সাত জন। এর মধ্যে নায়ক হিসেবে সর্বশেষ ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন নায়ক আরজু। অন্যান্য নায়ক কারা? আরজু বলেন, ‘আমি এ নিয়ে এখন কিছু বলব না। যা বলার পরিচালকই বলবেন। আর মাত্র দু’দিন পরই বিস্তারিত জানা যাবে।’
ইফতেখার চৌধুরী বলেন, ‘বিষয়টা চমক হিসেবে থাকুক। ৭ ডিসেম্বর রাজ রিপার জন্মদিন। তখন মহরত করব। ওখানেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।’ পরিচালকের এই উদ্যোগ থেকে কেউ কেউ ধারণা করছেন, রাজ রিপাকে মুক্তি ছবিটি পরিচালক জন্মদিনের উপহার হিসেবেই দিচ্ছেন। তবে পরিচালক ইফতেখার চৌধুরী ইউরোপীয় ধাচে গড়ে উঠেছেন। পশ্চিমা গø্যামার জগতে এ ধরনের ঘটনা অহরহই ঘটে থাকে। এক্ষেত্রে তার প্রতিফলন ঘটলেও ঘটে থাকতে পারে। মুক্তি ছবির কাহিনি সম্পর্কে পরিচালক গণমাধ্যমকে বলেছেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি। সে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শক খুঁজে পাবেন।’