শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের আশঙ্কা আরো আড়াই লাখ মার্কিনী কোভিডে মারা যাবে, ঘরে থাকার পরামর্শ

রাশিদুল ইসলাম : [২] আগামী জানুয়ারির মধ্যেই কোভিডে এ মৃত্যুর আশঙ্কা করে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তারচেয়ে বরং এখন বেশি সংক্রমণ ঘটছে ও হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে বাইডেন বলেন ডিসেম্বর সবচেয়ে কঠিন সময় হতে পারে। ফোরবস

[৩] বাইডেন বলেন ক্রিসমাসের ছুটিতে বেড়াতে না যাওয়ার পরামর্শ দিয়ে বলেন কোভিডের মত এমন এক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে চাইলেও ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।

[৪] নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন কাউকে ভীত করতে নয় কিন্তু বাস্তব পরিস্থিতিকে উপলব্ধি করতে বলছি। থ্যাংকসগিভিং ডে’তে আমি নিজেও স্ত্রী, মেয়ে ও জামাতার সঙ্গে শুধু দেখা করেছি যারা আমার কাছাকাছি বাস করছেন। বাকিদের শুভেচ্ছা দিয়েছে জুমে।

[৫] বুধবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন ডিসেম্বরে আরো ২ লাখ মানুষ দেশটিতে কোভিডে মারা যেতে পারে। আগামী তিন মাসে এ সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও করেন রেডফিল্ড।

[৬] মহামারী শুরু হবার পর ১৩.৮ মিলিয়ন মার্কিনীর পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭২ হাজার। হাসপাতালে চলতি সপ্তাহে রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ইতিহাসে মার্কিনীদের খুব কঠিন সময় যাচ্ছে বলে রেডফিল্ড স্বীকার করেন। এফডিএ’র সাবেক কমিশনার স্কট গটলিয়েব বলেন ডিসেম্বরের মধ্যেই ৩০ শতাংশ মার্কিনী কোভিডে আক্রান্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়