শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নেত্রকোনায় মন্দিরে চুরি, মালামালসহ চোর গ্রেপ্তার

সাইফুল আরিফ: [২] নেত্রকোনার সাতপাই কালি মন্দির থেকে স্বর্ণ চুরির অভিযোগে সুমন চন্দ্র সরকার আরধন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

[৩] বিশেষ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের বড় বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন আটপাড়া উপজেলার বাউসা কলাপাড়া গ্রামের স্বপন চন্দ্র সরকার সুজনের ছেলে।

[৪] পুলিশ জানায়, সুমন একজন পেশাদার চোর। তার বাড়ি আটপাড়া হলেও নেত্রকোনা শহরে ভাসমান অবস্থায় ঘুরে ঘুরে চুরি করে বেড়ায়।

[৫] গত পহেলা ডিসেম্বর বেলা ১২টার দিকে সাতপাই কালি মন্দির চুরির ঘটনা ঘটে। এদিনই মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দয়ের করেন।

[৬] চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই পুলিশ সুপার আকবর আলী মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করে চোরসহ চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধারের আশ্বাস দেন সংশ্লিষ্টদেরকে।

[৭] পরে তার নির্দেশেই মন্দিরে থাকা সিসি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তবে সিসি ফুটেজে সন্দেহভাজন চোরের চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। অষ্পষ্ট ফুটেজ নিয়েই চোর ধরতে মাঠে নামে মডেল থানা পুলিশের একটি চৌকস দল। অবশেষে ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে সুমন চন্দ্রকে চোরাই মালামালসহ গ্রেপ্তার করা হয়।

[৮] এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের মাথার চুড়া, টিকলী, নাকের নথ,এক জোড়া দুল, একটি চুড়ি, শাখা বাধাঁনোর স্বর্ণের তার, তিনটি চেইন, একটি বল চেইন, একটি মুন্ডু মালা, একটি রুপার মাথার চুড়া ও একটি খর্গ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য চার লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

[৯] বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্তি পুলিশ সুপার ( প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল।

[১০] এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার ( অপরাধ) একেএম মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মেেডল থানার ওসি মো. তাজুল ইসলাম, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল সাহা, পূঁজা উদযাপন কমিটির উপদেষ্ঠা নির্মল চন্দ্র দাস, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়