শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর বলা প্রতিটি শব্দ নিয়েই চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব: অরুণা বিশ্বাস

ইমরুল শাহেদ: তিনি বলেন, ‘যদি কোনো সৃজনশীল মানুষ চান তাহলে তিনি তা করতে পারেন। এজন্য যে খুব পন্ডিত ব্যক্তি হতে হবে এমন কোনো কথা নেই। শুধু দেশপ্রেম এবং শ্রদ্ধাবোধই যথেষ্ট। সেটা যুক্তিযুক্তও হতে হবে।’ বিশিষ্ট অভিনেত্রী অরুণা বিশ্বাস মুজিববর্ষ উপলক্ষে একই সঙ্গে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। অর্থাৎ মুজিববর্ষ উপলক্ষে যে কিছু খন্ডচিত্র নির্মাণ করা হচ্ছে তার মধ্যে দুটি ছবি নির্মাণ করছেন তিনি। ছবি দুটি হলো এক আজলা আগুন ও ঠিকানা বত্রিশ নাম্বার। প্রথম ছবিটি অনুদানের অর্থে নির্মিত হয়েছে এবং তিনি ছবিটির শুটিংও শেষ করেছেন।

আগামী একদিনের মধ্যেই ডাবিং শেষ হয়ে যাবে। ঠিকানা বত্রিশ নাম্বার ছবিটি পেট্রোবাংলা কর্পোরেশন থেকে নির্মাণ করছেন। এক আজলা আগুন ছবিটিতে তার প্রতিফলন পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। তিন মিনিটের এই ছবিটিতে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, দিলারা জামান, রিমুসহ আরও কয়েকজন। ঠিকানা বত্রিশ নাম্বার ছবিটির কাজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। এই ছবিটিতে অভিনয় করছেন অরুনা বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, শহিদুল আলম সাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও কয়েকজন।

এই ছবিটি নিয়ে ভাবনা গণমাধ্যমকে বলেছেন, ‘বারাবরের মতো এবারও নতুন কিছু নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। এতে নতুন কিছু দেখতে পাবেন দর্শক। এ নিয়ে এখন কিছুই বলতে চাই না।’ এছাড়া নতুন ছবি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেসবে কাজ করা হয়নি। এই ছবিতে কাজ করার কারণ হলো এর গল্প ও নির্মাতা। দুটোই মনের মতো হওয়ায়, এতে কাজ করলাম। আশা করি, ছবির গল্পটি সবার ভালো লাগবে।’ স¤প্রতি তিনি শেষ করেছেন ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির কাজ। এটি তার অভিনীত দ্বিতীয় ছবি। এর আগে, তিনি অভিনয় করেন ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়