শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর বলা প্রতিটি শব্দ নিয়েই চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব: অরুণা বিশ্বাস

ইমরুল শাহেদ: তিনি বলেন, ‘যদি কোনো সৃজনশীল মানুষ চান তাহলে তিনি তা করতে পারেন। এজন্য যে খুব পন্ডিত ব্যক্তি হতে হবে এমন কোনো কথা নেই। শুধু দেশপ্রেম এবং শ্রদ্ধাবোধই যথেষ্ট। সেটা যুক্তিযুক্তও হতে হবে।’ বিশিষ্ট অভিনেত্রী অরুণা বিশ্বাস মুজিববর্ষ উপলক্ষে একই সঙ্গে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। অর্থাৎ মুজিববর্ষ উপলক্ষে যে কিছু খন্ডচিত্র নির্মাণ করা হচ্ছে তার মধ্যে দুটি ছবি নির্মাণ করছেন তিনি। ছবি দুটি হলো এক আজলা আগুন ও ঠিকানা বত্রিশ নাম্বার। প্রথম ছবিটি অনুদানের অর্থে নির্মিত হয়েছে এবং তিনি ছবিটির শুটিংও শেষ করেছেন।

আগামী একদিনের মধ্যেই ডাবিং শেষ হয়ে যাবে। ঠিকানা বত্রিশ নাম্বার ছবিটি পেট্রোবাংলা কর্পোরেশন থেকে নির্মাণ করছেন। এক আজলা আগুন ছবিটিতে তার প্রতিফলন পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। তিন মিনিটের এই ছবিটিতে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, দিলারা জামান, রিমুসহ আরও কয়েকজন। ঠিকানা বত্রিশ নাম্বার ছবিটির কাজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। এই ছবিটিতে অভিনয় করছেন অরুনা বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, শহিদুল আলম সাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও কয়েকজন।

এই ছবিটি নিয়ে ভাবনা গণমাধ্যমকে বলেছেন, ‘বারাবরের মতো এবারও নতুন কিছু নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। এতে নতুন কিছু দেখতে পাবেন দর্শক। এ নিয়ে এখন কিছুই বলতে চাই না।’ এছাড়া নতুন ছবি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেসবে কাজ করা হয়নি। এই ছবিতে কাজ করার কারণ হলো এর গল্প ও নির্মাতা। দুটোই মনের মতো হওয়ায়, এতে কাজ করলাম। আশা করি, ছবির গল্পটি সবার ভালো লাগবে।’ স¤প্রতি তিনি শেষ করেছেন ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির কাজ। এটি তার অভিনীত দ্বিতীয় ছবি। এর আগে, তিনি অভিনয় করেন ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়