লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে অ্যান্টিজেন টেস্ট। এ জন্য কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট।
[৩] তিনি বলেন, প্রাথমিকভাবে পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর, এবং সিলেট জেলায় টেস্ট শুরু হবে। যেসব এলাকায় পিসিআর মেশিন নেই সেখানেও শুরু করা হচ্ছে।
[৪] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক ডা. তাহমিনা শীরিন বলেন, ১০টি জেলার প্রতিটি জেলায় ১০ জন চিকিৎসক, ১০ জন মেডিকেল টেকনোলোজিস্ট ও ১০ জন পরিসংখ্যানবিদকে আমরা প্রশিক্ষন দিয়েছি। [৫] যদি প্রয়োজন পরে তাহলে এই টেস্ট এক সঙ্গে শুরু করা হবে এই ১০ জেলায়। যদি প্রয়োজন না হয় তাহলে শুরু হবে না টেস্ট। সম্পাদনা: বাশার নূরু