শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বংশালে সাইকেল ব্যবসায়ীর গোপন বাণিজ্যিক হিসাব জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা

সুজন কৈরী : [২] রাজধানীর বংশালে একটি সাইকেল ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে গোপন হিসাবপত্র আটক করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এতে প্রতিষ্ঠানের দেয়া ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দার দল। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বলছে, বুধবার অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল বংশাল রোডের সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়। এর মূসক নম্বর ০০০১৮৯৭১১-০১০৩। সিরাজ সাইকেলের কারখানা গাজীপুরের শ্রীপুরের মুলাইদে অবস্থিত। তবে বংশালে প্রতিষ্ঠানটির হেড অফিস ও বাণিজ্যিক হিসাবপত্র সংরক্ষণ করা হয়।

[৩] ভ্যাট গোয়েন্দা সাইকেল ব্যবসায়ীর নিয়মিত অডিট চলাকালে নির্ধারিত ছক অনুযায়ী হিসাবপত্র দাখিল করতে বললেও তারা সেগুলো না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। অডিট শুরুর দীর্ঘ এক বছর পরে গত ২৮ সেপ্টেম্বর সিরাজ সাইকেল কতিপয় কাগজ দাখিল করলে তাতে গোয়েন্দাদের সন্দেহ হয়। এরপর গোয়েন্দা দল প্রতিষ্ঠানের ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক ও জয়েন্ট স্টক কোম্পানি থেকে যাচাই করে ভ্যাটের হিসাবে গরমিল পান।

[৪] গোয়েন্দাদের কাছে দাখিলকৃত তথ্যাদি ভ্যাট ফাঁকি দেয়ার উদ্দেশ্যে মনগড়া ও বানানো বলে প্রতীয়মান হয়েছে।

[৫] ভ্যাট গোয়েন্দা বলছে, বুধবার গোয়েন্দা সংবাদ অনুযায়ী বংশালের অফিস থেকে সিএ ফার্ম এমএন ইসলাম এন্ড কোম্পানির নিরীক্ষিত রিপোর্ট ও অন্যান্য বাণিজ্যিক তথ্যাদি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব তথ্যে প্রাথমিকভাবে দেখা যায়, কেবল ২০১৮-২০১৯ অর্থবছরে সিরাজ সাইকেল বিক্রয় প্রদর্শন করেছে ১৯ কোটি ৭৩ লাখ টাকা। কিন্তু আটককৃত সিএ রিপোর্ট ও বাণিজ্যিক কাগজপত্র অনুযায়ী, এই হিসাব ৭৩ কোটি ৮৬ লাখ টাকা। এই তথ্য বলছে, কেবল এক বছরে সিরাজ সাইকেল বিক্রয় তথ্য গোপন করেছে ৫৪ কোটি ১৪ লাখ টাকা।

[৬] ভ্যাট কর্তৃপক্ষের কাছে আগে দাখিলকৃত হিসাব অনুযায়ী, এক বছর সময়ে তারা প্রকৃত বিক্রয় তথ্য গোপন করেছে প্রায় ২৭৪ শতাংশ। গোয়েন্দা দল গভীর অনুসন্ধান করে গত পাঁচ বছরের হিসাব বের করে দেখছে। আরো তদন্ত করে প্রকৃত ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। একইসাথে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে ব্যবস্থা নেয়া হবে। এই প্রতিষ্ঠানটি নিজেরা সিরাজ ব্রান্ডের সাইকেল পার্টস উৎপাদন করে। সেইসঙ্গে তারা বিদেশ থেকে পূর্ণাঙ্গ সাইকেল আমদানি করে বাজারজাত করে থাকে। সাইকেল ব্যবসায় উৎপাদনে ১৫ শতাংশ হারে এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়