শিরোনাম
◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনও হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র গ্রহণ, অব্যাহতি ৪

ডেস্ক নিউজ: দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মামলাটি বিচারের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আর এ মামলা থেকে চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। খবর সময় টিভির

বুধবার (২ ডিসেম্বর) দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক মো. আবদুল মজিদ জানান, চাঞ্চল্যকর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। দুপুর ২টার দিকে জেলহাজতে থাকা আসামি বাগানের মালি রবিউল ইসলামকে (২৭) হাজির করা হয়।

আর জামিনে থাকা আসাদুল হক (২৫) নাহিদ হোসেন পলাশ (২৭), নবিউল ইসলাম (৩৫) ও সান্টু রবি দাস আদালতে হাজিরা দেন এবং মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জু মনোয়ারা বেগম এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

এর আগে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. ইমাম জাফর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় অভিযুক্ত রবিউল ইসলামকে রেখে অপর ৪ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে মামলাটি বিচারের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করা হয়। মামলার অভিযুক্ত আসামি রবিউল ইসলামকে বুধবার বিকেলে পুনরায় জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে দুষ্কৃতকারী। এ সময় হাতুড়ি দিয়ে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে পিটিয়ে গুরুতর জখম করে দুষ্কৃতকারী। ওয়াহিদা খানম ও তার বাবাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইউএনও ওয়াহিদার বড় ভাই বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করে, মামলার আলামত ও সাক্ষ্যপ্রমাণসহ গত ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র পেশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়