মাছুম বিল্লাহ: [২] বিয়ে নিয়ে নতুন আইন করবে ভারতের আসাম রাজ্য সরকার। নারীদের জীবনের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার জন্যই এই আইন বলে রাজ্যটির মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
[৩] তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কে কোনও গোপনীয়তা থাকা ঠিক নয়। শুধু ধর্ম নয়, বিয়ের পর স্বামীর জীবিকা, উপার্জন এসব জানার অধিকার থাকে স্ত্রীর। এতে যেমন স্বামী-স্ত্রীর সম্পর্কে স্বচ্ছতা থাকবে। তেমনই নারীদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষাও বজায় থাকবে।
[৪] আসামের এই প্রভাবশালী মন্ত্রী জানান, নারীদের সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার অরুণোদয় প্রকল্প চালু করবে। যেসব নারীরা নিজে উপর্জন করে সংসার চালান, তাঁদের আর্থিকভাবে সাহায্য করবে রাজ্য সরকার। এই ক্ষেত্রে প্রতি মাসে তাদের ব্যাংকে ৮৩০ টাকা করে দেয়া হবে। ওষুধ বা শাকসবজি, চাল, ডাল কিনতে সেই টাকা ব্যবহার করতে পারবেন নারীরা। সূত্র: দৈনিক যুগশঙ্খ।