ইসমাঈল ইমু : [২] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতমাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৫ কোটি ৪৯ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
[৩] জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ লাখ ১১ হাজার ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৩ হাজার ৭৭১ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ১২৬ বোতল বিদেশী মদ, ১ হাজার ৯৫৬ ক্যান বিয়ার, ১ হাজার ২ কেজি গাঁজা, ১ কেজি ৬০ গ্রাম হেরোইন, ৬ হাজার ৩৭৪টি উত্তেজক ইনজেকশন, ১ লাখ ১৮ হাজার ৫৯৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ১৯ হাজার ১৯১টি অন্যান্য ট্যাবলেট।
[৪] জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১২ কেজি ৬৩১ গ্রাম স্বর্ণ, ৬ কেজি ১শ’ গ্রাম রূপা, ৩৭২টি ইমিটেশনের গহনা, ৩৫ হাজার ৪৫৬টি কসমেটিক্স সামগ্রী, ৮ হাজার ১৩৩টি শাড়ি, ৯১৬টি থ্রিপিস/শার্টপিস, ৪ হাজার ৩৮৯টি তৈরি পোশাক, ৬৫২ মিটার থান কাপড়, ২ হাজার ৮৭ ঘনফুট কাঠ, ৪ হাজার ১২৭ কেজি চা পাতা, ৭ হাজার ৬৬০ কেজি কয়লা, ৮টি ট্রাক, ৯টি প্রাইভেটকার, ২টি পিকআপ, ৩৯টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা, ৮৭টি মোটর সাইকেল এবং ৪৬০টি মোটর পার্টস।
[৫] উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ১৮৬ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম গান পাউডার। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩২৪ জন চোরাকারবারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২৮ জন বাংলাদেশী নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।