শিরোনাম
◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দায় আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নাসের হুসাইন: [২] জামাল-কামাল বাহিনী কর্তৃক ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলা মিথ্যা ও উদ্ধেশ্য প্রণোদিত দাবী করে ওই সব মামলা প্রত্যাহারের দাবীতে এক ঘন্টা ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে হাজারো এলাকাবাসী। উপজেলা তালমা এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়।

[৩] মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেব ফকির, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই সরকার, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খান, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কালাম কাজী, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

[৪] এসময় ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, চরযোশরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, রামনগর ইউপি চেয়ারম্যান কুদ্দুছ ফকির, কাইচাল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা সভাপতি ফারজানা খাঁন রিনি প্রমূখ বক্তব্য দেন।

[৫] বক্তারা দাবী করেন, জামাল-কামাল বাহিনী স্থানীয় আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের আসামী করে বিভিন্ন সময়ে অর্ধ ডজ্জন মামলা দায়ের করে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে কঠোর কর্মসূচী প্রদানের হুমকী দেয়া হয় মানববন্ধন থেকে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়