লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৩] কোভিডের ২৬৯ দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ০১ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ২০২ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন। মোট মারা গেছেন ৬৬৭৫ জন।
[৪] ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন রয়েছেন। ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, সিলেটে একজনএবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
[৫] মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৪০ হাজার ৭৮৩ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯২৯ জন।
[৬] উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চ।