শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের মামলা খারিজ, উইসকনসিন ও আরিজোনায় আনুষ্ঠানিকভাবে বাইডেনের বিজয়

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের দুই ব্যাটেলগ্রাউন্ড রাজ্য উইসকনসিন ও আরিজোনায় ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। উইসকনসিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ফলে পুনরায় আংশিক ভোট গণনার পরে বাইডেন ২০ হাজার ৬০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। আরিজোনায় বাইডেন ট্রাম্পের চেয়ে ১০ হাজার ৫০০ ভোট বেশি পেয়েছেন। এপি/সিএনএন

[৩]উইসকনসিন নির্বাচন কমিশনের চেয়ারউইমেন মিস এ্যান জ্যাকব স্থানীয় সময় সোমবার দুপুরে সার্টিফিকেশন স্বাক্ষর করেন। পরে রাজ্যের গভর্নর টনি ইভার্সের সত্যায়িত করার মধ্য দিয়ে বাইডেনকে সরকারিভাবে উইসকনসিনে বিজয়ী ঘোষণা করা হয়।

[৪]আনুষ্ঠানিকভাবে সনদ দেয়ার সময় আরিজোনার গভর্নর কেটি হবস বলেন, রাজ্যের আইন ও নির্বাচন প্রক্রিয়া অনুসারে স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। রিপাবলিকানদের সাবেক নির্ভরযোগ্য এই ঘাঁটিতে সর্বশেষ ডেমোক্রেট প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে বিল ক্লিনটন জয়ী হয়েছিলেন।

[৫]এদিকে ট্রাম্পের প্রধান আইনজীবী রুডি গিলানি আরিজোনার সার্টিফিকেশনকে প্রহসন আখ্যায়িত করে বলেন, ‘বানোয়াট এবং মিথ্যা বিবৃতি প্রদানের মাধ্যমে এই সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

[৪] ডোনাল্ড ট্রাম্প দাবী করেছেন এ বছরের প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসের সম্ভবত সবচেয়ে ‘অসুরক্ষিত’ নির্বাচন ছিল। টুইটে ট্রাম্প বলেন, ‘খারাপ ভোটযন্ত্র দিয়ে এ বছরের ভোট হয়েছে। ভুয়ো পোস্টাল ব্যালটের বন্যা বয়ে গিয়েছে।’ অপর আরেক টুইটে ট্রাম্প বলেন, ‘সবাই জানে জালিয়াতি হয়েছে। না হলে বারাক ওবামার চেয়েও বেশি কৃষ্ণাঙ্গ ভোট বাইডেন পান কী করে ! সবাই এটাও জানেন যে বাইডেন কোনওমতেই আট কোটি ভোট পেতে পারেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়