শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের মামলা খারিজ, উইসকনসিন ও আরিজোনায় আনুষ্ঠানিকভাবে বাইডেনের বিজয়

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের দুই ব্যাটেলগ্রাউন্ড রাজ্য উইসকনসিন ও আরিজোনায় ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। উইসকনসিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ফলে পুনরায় আংশিক ভোট গণনার পরে বাইডেন ২০ হাজার ৬০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। আরিজোনায় বাইডেন ট্রাম্পের চেয়ে ১০ হাজার ৫০০ ভোট বেশি পেয়েছেন। এপি/সিএনএন

[৩]উইসকনসিন নির্বাচন কমিশনের চেয়ারউইমেন মিস এ্যান জ্যাকব স্থানীয় সময় সোমবার দুপুরে সার্টিফিকেশন স্বাক্ষর করেন। পরে রাজ্যের গভর্নর টনি ইভার্সের সত্যায়িত করার মধ্য দিয়ে বাইডেনকে সরকারিভাবে উইসকনসিনে বিজয়ী ঘোষণা করা হয়।

[৪]আনুষ্ঠানিকভাবে সনদ দেয়ার সময় আরিজোনার গভর্নর কেটি হবস বলেন, রাজ্যের আইন ও নির্বাচন প্রক্রিয়া অনুসারে স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। রিপাবলিকানদের সাবেক নির্ভরযোগ্য এই ঘাঁটিতে সর্বশেষ ডেমোক্রেট প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে বিল ক্লিনটন জয়ী হয়েছিলেন।

[৫]এদিকে ট্রাম্পের প্রধান আইনজীবী রুডি গিলানি আরিজোনার সার্টিফিকেশনকে প্রহসন আখ্যায়িত করে বলেন, ‘বানোয়াট এবং মিথ্যা বিবৃতি প্রদানের মাধ্যমে এই সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

[৪] ডোনাল্ড ট্রাম্প দাবী করেছেন এ বছরের প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসের সম্ভবত সবচেয়ে ‘অসুরক্ষিত’ নির্বাচন ছিল। টুইটে ট্রাম্প বলেন, ‘খারাপ ভোটযন্ত্র দিয়ে এ বছরের ভোট হয়েছে। ভুয়ো পোস্টাল ব্যালটের বন্যা বয়ে গিয়েছে।’ অপর আরেক টুইটে ট্রাম্প বলেন, ‘সবাই জানে জালিয়াতি হয়েছে। না হলে বারাক ওবামার চেয়েও বেশি কৃষ্ণাঙ্গ ভোট বাইডেন পান কী করে ! সবাই এটাও জানেন যে বাইডেন কোনওমতেই আট কোটি ভোট পেতে পারেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়