শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখনই সাকিব, মাহমুদউল্লাহদের পারফরম্যান্স মূল্যায়ন নয় : নান্নু

রাহুল রাজ : [২] ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নে তাড়াহুড়ো নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ কথা বলেছেন। খেলোয়াড়দের আরও সময় দিতে চান তিনি।

[৩] প্লে-অফের পর দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সও মূল্যায়ন করা যাবে বললেন নান্নু। মাঠে বসে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সঙ্গে আছেন প্রধান নির্বাচকও।

[৪] ‘বঙ্গবন্ধু টি-টেয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’এ আটটি ম্যাচ শেষ হয়েছে। বোলারদের পারফরম্যান্স ভালো হলেও ব্যাটসম্যানদের থেকে এখনও আসেনি বড় নজরকাড়া কিছু। রানের ফোয়ারা নেই। নেই চোখ ধাঁধানো ইনিংস।

[৫] তবে সেসব নিয়ে আপাতত চিন্তা নেই নান্নুর। মূল্যায়নের জন্য আরও সময় দেওয়ার পক্ষে তিনি। সোমবার মিরপুর শের-ই-বাংলায় তিনি বলেন, ‘মাত্র তিনটি করে খেলা গেলো। এখনই খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা কঠিন। তারপর আবার টি-টোয়েন্টি।

[৬] এখানে খেলোয়াড়রা প্রতি ম্যাচেই ভালো করবে, সেই আশা করতে পারবেন না। তারপরও ভারসাম্য থাকতে হবে। খেলোয়াড়দের শারীরিক ভাষা কেমন হবে সেটাও জরুরি। এ মুহূর্তে ওরা জৈব সুরক্ষা বলয়ে আছে। সেখানে মানিয়ে পারফর্ম করা কঠিন।’

[৭] পারফরম্যান্স মূল্যায়নের জন্য ধৈর্য্য ধরার পরামর্শ দিচ্ছেন নান্নু। বিশেষ করে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের সময় দিতে চান তিনি, ‘একটু ধৈর্য্য ধরতে হবে, মাত্র একেকটা দলের তিনটা করে খেলা গেছে।

[৮] এখানে অনেকগুলো খেলোয়াড় প্রায় আট মাস ক্রিকেট খেলার বাইরে ছিল। কিছু খেলোয়াড় তিন দলের টুর্নামেন্টে (প্রেসিডেন্টস কাপ) ছিল। বাকি খেলোয়াড়রা কিন্তু প্রায় আট মাস পরে খেলতে আসছে। তাদের কথাও কিন্তু বিবেচনা করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়