শিরোনাম
◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ জনের ঘাতক দল দূর নিয়ন্ত্রিত মেশিগানের গুলিতে হত্যা করে ফাখরিজাদেহেকে (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] তিন মিনিটের হত্যা মিশনে তিনবার গুলির আঘাত হানা হয় ইরানের বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহেকে। ইরানি বার্তা সংস্থা ফারস বলছে দেড়শ’ মিটার দূর থেকে এ আঘাত হানা হয়। সিএনএন/আরটিএন/ডেইলি মেইল

[৩] নিরাপত্তাকর্মীরা বুলেটপ্রুফ তিনটি গাড়িতে করে ইরানি বিজ্ঞানীর গাড়ি থেকে দূরে আবসার্দে গন্তব্যে এগিয়ে যাওয়া মাত্রই ঘাতকরা হামলা চালায়। গুলিবিদ্ধ হন ফাখরিজাদেহের স্ত্রীও। গাড়ি থেকে ফাখরিজাদেহ বের হয়ে আসা মাত্রই তাকে লক্ষ্য করে গুলি চালালে বিজ্ঞানী শরীরের পাশ ও পিছন থেকে গুলিবিদ্ধ হন।

[৪] প্রথমে একটি ট্রাক বোমার বিস্ফোরণ শুনে ফাখরিজাদেহ বের হয়ে আসেন। তিনি ভেবেছিলেন কোনো দুর্ঘটনা বা গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেছে। ঠিক তখনি একটি নিশান কার থেকে দূরনিয়ন্ত্রিত মেশিনগানের গুলি এসে আঘাত হানে ফাখরিজাদেহেকে। তার মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়।

[৫] ফাখরিজাদেহের দেহরক্ষী গুলিবিদ্ধ হন। এরপর নিশান গাড়িটি উড়িয়ে দেয় ঘাতকরা। নিশানের অজ্ঞাতনামা মালিক ইরান ত্যাগ করেছে বলে ফারস জানিয়েছে।

[৬] লন্ডনে এক ইরানি সাংবাদিক মোহাম্মদ আহওয়াজে জানান ফাখরিজাদেহেকে হত্যা মিশনে অন্তত ৬২ জন অংশ নেয় যারা কোনো সেনাবাহিনীর বিশেষ বাহিনীর মতই প্রশিক্ষিত এবং তাদের অস্ত্র দিয়ে সহায়তা করেছে আরো ৫০ ব্যক্তি। হত্যা মিশন শুরু হওয়ার আধঘন্টা আগে আবসার্দে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। চারটি মোটরসাইকেলে করে ঘাতকরা এ মিশনে অংশ নেয় এবং তারা ফাখরিজাদেহের গন্তব্য সম্পর্কে আগেই জানত।

https://videos.dailymail.co.uk/video/mol/2020/11/29/2197096886810426189/640x360_MP4_2197096886810426189.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়