শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ সারাদেশে ১৫ দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ৩০৯

শাহীন খন্দকার : [২] সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভর্তি হয়েছেন ৩০৯ জন।

[৩] রাজধানী ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ২১৪ জন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ বি মো. শামছুজ্জামান স্বাক্ষরিত গত ১৫ দিনের সংবাদ বিজ্ঞপ্তির তথ্যে এসব তথ্য জানা যায়।

[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায় চলতি মাসের ২৯শে নভেম্বর পর্যন্ত, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৫২৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।

[৫] সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত এক হাজার ১৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৬২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

[৬] রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত সাতটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর চারটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে তিনটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

[৭] গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

[৮] স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেছেন, ডেঙ্গু জ্বরের বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যেমন আমাদের মশারি টানাতে হবে, মশার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সিটি করপোরেশনগুলোর মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। ড্রেনে নর্দমায় নিয়মিত ওষধ ছিটাতে হবে প্রতিদিন বছর জুরেই।

[৯] ঘর বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। ফুলেরটবসহ ডাবের খোসায় এবং এসির পানি জমে থাকতে পারবে না। গাড়ীর নষ্ট টায়ারে পানি জমে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়