শিরোনাম
◈ গুম ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় পরবর্তী শুনানি ৩ ও ৭ ডিসেম্বর ◈ ঢাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় বড় পরিবর্তন: রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসছে, অমান্য করলেই স্বয়ংক্রিয় মামলা ◈ বিশ্বকাপের আগে ‘দুর্বল’ দেশগুলোকে নিয়ে সি‌রিজ ফুটবল আয়োজনে ফিফা ◈ ইং‌লিশ লি‌গে ন‌টিংহ‌্যা‌মের কা‌ছে পরা‌জিত লিভারপুল ◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ সারাদেশে ১৫ দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ৩০৯

শাহীন খন্দকার : [২] সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভর্তি হয়েছেন ৩০৯ জন।

[৩] রাজধানী ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ২১৪ জন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ বি মো. শামছুজ্জামান স্বাক্ষরিত গত ১৫ দিনের সংবাদ বিজ্ঞপ্তির তথ্যে এসব তথ্য জানা যায়।

[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায় চলতি মাসের ২৯শে নভেম্বর পর্যন্ত, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৫২৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।

[৫] সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত এক হাজার ১৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৬২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

[৬] রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত সাতটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর চারটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে তিনটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

[৭] গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

[৮] স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেছেন, ডেঙ্গু জ্বরের বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যেমন আমাদের মশারি টানাতে হবে, মশার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সিটি করপোরেশনগুলোর মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। ড্রেনে নর্দমায় নিয়মিত ওষধ ছিটাতে হবে প্রতিদিন বছর জুরেই।

[৯] ঘর বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। ফুলেরটবসহ ডাবের খোসায় এবং এসির পানি জমে থাকতে পারবে না। গাড়ীর নষ্ট টায়ারে পানি জমে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়