শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: বিতর্ক, মূর্তি না ভাস্কর্য?

মাসুদ রানা: বাংলাদেশের বাঙালীর মধ্যে একটি বিতর্ক লক্ষ করছি মূর্তি' ও ‘ভাস্কর্য’ নিয়ে। এটি সম্ভবতঃ আমাদের মাতৃভাষাটাও ভালো-করে না-শেখা ও না-চর্চার ফল। মূর্তি ও ভাস্কর্যের মধ্যে পার্থক্য কী, তা নিয়ে আলোচনার এ-দু’টো শব্দের অর্থ কী, তা আসা উচিত। কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিক আলোচনার মধ্যে সংজ্ঞার বিষয়টি আসে কদাচিৎ। আলোচনার সুবিধার্থে আমি ইংরেজী sculpture, sculptor ও statue শব্দ তিনটি পাঠকের সামনে হাজির করবো। তারপর, এদের প্রচলিত বাংলা প্রতিশব্দ নির্ণয় করবো। প্রথমত : sculpture হচ্ছে একটি শিল্প ও একটি বিদ্যা। দৈর্ঘ্য-প্রস্থ-বেধ সম্পন্ন কোনো বস্তু থেকে খোদাই, ঢালাই কিংবা লেপন দিয়ে দৃষ্টিনান্দনিক ত্রিমাত্রিক আকৃতি নির্মাণ-কর্মকে বলা হয় sculpture (স্কাল্পচার), যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ভাস্কর্য। দ্বিতীয়ত : যে নারী বা পুরুষ sculpture তৈরি করেন, তাঁকে বলা হয় sculptor (স্কাল্পটর)। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ভাস্কর। তৃতীয় : sculptorবা ভাস্কর তাঁর sculpture বা ভাস্কর্য শিল্পের চর্চা বা প্রয়োগের মধ্য দিয়ে যা নির্মাণ করেন, তাকে বলা হয় statue। প্রশ্ন হচ্ছে : বাংলায় এর প্রতিশব্দ কী? লক্ষ করি, বাংলায় এর প্রতিশব্দটি মূর্তি হলেও, অনেকেই এটিকে মূর্তি না বলে ভাস্কর্য বলে থাকেন। অনেককে দেখছি মূর্তির সাথে ভাস্কর্যের পার্থক্য বুঝাতে পুজোর প্রসঙ্গ নিয়ে আসেন।

এটি হচ্ছে সমস্যা সমাধান করতে না পেরে বরং সমস্যা বাড়ানোর উদাহরণ। বুঝতে পারি, মূর্তির মর্য্যাদার চেয়েstatue-র মর্য্যাদা উচ্চতর দেখানো বা বুঝানোর জন্যে এমনটি বলা হয়ে থাকে। মূর্তি বলতে বাঙালী বুঝে থাকে মাটি দিয়ে তৈরি পূজ্য প্রতিকৃতি। তাই, মাটি ও পুজোর সাথে সম্পর্কহীন করতে পাথর, ধাতু, কাঠ, প্লাস্টার কিংবা সিমেণ্ট-বালি-কংক্রিট দিয়ে তৈরি অপূজ্য মূর্তিকে ভাস্কর্য বলা হয়। দৈর্ঘ্য-প্রস্থ-বেধ সম্পন্ন ত্রিমাত্রিক খোদাই, ঢালাই বা লেপন দিয়ে শিল্পসম্মত সৃষ্ট প্রতিকৃতির নাম ইংরেজীতে statue, এবং বাংলায় মূর্তি। কিন্তু একটি মূর্তি পূজ্য নয় বুঝাতে একে ‘মূর্তি’ না বলে ‘ভাস্কর্য’ বলে পৃথক করা ভুল। আমাদেরকে সম্ভবতঃ একটি নতুন শব্দ উদ্ভাবনের প্রয়োজন। তাই আমি প্রস্তাব করছি, একজন ভাস্কর যখন তাঁর ভাস্কর্য বিদ্যা-জ্ঞান-দক্ষতা প্রয়োগ করে কোনো আকৃতি বা প্রতিকৃতি নির্মাণ করেন, তাঁর নির্মিত আকৃতি বা প্রতিকৃতিকে বলা হোক ভাস্কৃতি। Scultpture = ভাস্কর্য, Sculptor = ভাস্কর, Statue = ভাস্কৃতি অর্থাৎ, ভাস্কর্য হচ্ছে একটি বিদ্যা ও একটি শিল্প; ভাস্কর হচ্ছেন একজন শিল্পী; আর, ভাস্কৃতি হচ্ছে তাঁর সৃষ্টি। ‘আকৃতি’ ও ‘প্রতিকৃতি’র মতোই ‘ভাস্কৃতি’ হোক আমাদের একটি নতুন শব্দ!  ২৮/১১/২০২০ লণ্ডন, ইংল্যাণ্ড। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়