আজহারুল হক: [২] বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলবাদী, জঙ্গি, ধর্ম ব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবীতে রোববার সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
[৩] মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. এবিএম নূরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক চক্রবর্তী উত্তম রকেট, মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মোফাখখর হোসেন খোকন, যুগ্ম আহবায়ক শেখ মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী