শিরোনাম
◈ ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত এলাকা পঞ্চগড় ও তেঁতুলিয়ায় অপরাধ কমেছে, বন্ধ হয়েছে চোরাচালান

ইসমাঈল ইমু, পঞ্চগড় থেকে ফিরে : [২] সংশ্লিষ্ট এলাকার থানাগুলোতেও বড় কোনো অপরাধে মামলা বা জিডি নেই। তবে বিচ্ছিন্ন কয়েকটি চুরির ঘটনা রয়েছে। গড়ে প্রতিমাসে একেক থানায় ১০ থেকে ১২ টি মামলা ও প্রায় ১শ’ জিডি হচ্ছে। যা দেশের অন্য থানার তুলনায় খুবই কম।

[৩] সীমান্ত এলাকা হিসেবে ওই এলাকায় মাদক ও চোরাচালান ব্যাপকহারে করার কথা থাকলেও তা নেই। মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটতো। গত বছর ২৬ জানয়ারি পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ বেশকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সাম্প্রতিক সময়ে এসব অফরাধের ঘটনা না ঘটায় স্বস্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

[৪] পঞ্চগড় জেলার পুলিশ সুপার ইউসুফ আলী বলেন, এই এলাকার মানুষ খুবই শান্তিপ্রিয়। এই এলাকায় মাদক ব্যবসা নেই বললেই চলে। তালিকাভুক্ত যেসব বিক্রেতা রয়েছে তাদের নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি তাদের ভাল হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। প্রতিদিন পালা করে থানার একজন সাব ইন্সপেক্টর ওইসব মাদক বিক্রেতার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।

[৫] তিনি আরও জানান, যারা অন্যান্য এলাকা থেকে এখানে বসবাস শুরু করেছে তাদের একটা অংশই মূলত নানা অপরাধে জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে মিশে অপরাধকান্ডে জড়াচ্ছে স্থানীয়রা। পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, নদী থেকে পাথর তোলায় একেক স্থানে বড় গর্ত তৈরি হয়। এতে পরে ওইসব স্থানের ভূমি ধ্বসে পড়তে পারে। এই ভয়াবহ অবস্থা থেকে রেহাই পেতে পাথর উত্তোলন বর্তমানে বন্ধ করা হয়েছে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়