শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত এলাকা পঞ্চগড় ও তেঁতুলিয়ায় অপরাধ কমেছে, বন্ধ হয়েছে চোরাচালান

ইসমাঈল ইমু, পঞ্চগড় থেকে ফিরে : [২] সংশ্লিষ্ট এলাকার থানাগুলোতেও বড় কোনো অপরাধে মামলা বা জিডি নেই। তবে বিচ্ছিন্ন কয়েকটি চুরির ঘটনা রয়েছে। গড়ে প্রতিমাসে একেক থানায় ১০ থেকে ১২ টি মামলা ও প্রায় ১শ’ জিডি হচ্ছে। যা দেশের অন্য থানার তুলনায় খুবই কম।

[৩] সীমান্ত এলাকা হিসেবে ওই এলাকায় মাদক ও চোরাচালান ব্যাপকহারে করার কথা থাকলেও তা নেই। মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটতো। গত বছর ২৬ জানয়ারি পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ বেশকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সাম্প্রতিক সময়ে এসব অফরাধের ঘটনা না ঘটায় স্বস্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

[৪] পঞ্চগড় জেলার পুলিশ সুপার ইউসুফ আলী বলেন, এই এলাকার মানুষ খুবই শান্তিপ্রিয়। এই এলাকায় মাদক ব্যবসা নেই বললেই চলে। তালিকাভুক্ত যেসব বিক্রেতা রয়েছে তাদের নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি তাদের ভাল হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। প্রতিদিন পালা করে থানার একজন সাব ইন্সপেক্টর ওইসব মাদক বিক্রেতার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।

[৫] তিনি আরও জানান, যারা অন্যান্য এলাকা থেকে এখানে বসবাস শুরু করেছে তাদের একটা অংশই মূলত নানা অপরাধে জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে মিশে অপরাধকান্ডে জড়াচ্ছে স্থানীয়রা। পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, নদী থেকে পাথর তোলায় একেক স্থানে বড় গর্ত তৈরি হয়। এতে পরে ওইসব স্থানের ভূমি ধ্বসে পড়তে পারে। এই ভয়াবহ অবস্থা থেকে রেহাই পেতে পাথর উত্তোলন বর্তমানে বন্ধ করা হয়েছে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়